ভালো লাগা মনে হয় এমনই হয়!
অ-কারণে মন কোথাও আটকিয়ে থাকা
ছুটে না যাওয়া কোন ভাবেই –
হিসাব-নিকাশে গণিতহীন।
লাভ-ক্ষতিতে বাজেটহীন।
ভালো লাগা যেন আবেগের সমুদ্র কয়েকটা জমা হয় হৃদয়ে।
বড় বড় দ্বীপ, সাগর পাড় তুচ্ছ যেখানে।
ঢেউ, সাইক্লোন, টাইফুন কিম্বা হারিকেন সব তুচ্ছ যেখানে।
ক্ষুদ্র ভুবনের এক বিশাল মালিকানায় থাকা ভালো লাগা।
তাই ভালো লাগে চির কালের আমার ভালো লাগা।
পরিচয়হীন গ্রোত্রহীন কিম্বা বন্ধনহীন,
ক্ষয়হীন, ভয়হীন, দাবিহীন, মুক্ত মনে যার বাস
ভাবনার স্বাধীন একখানি আকাশ।
ভালো লাগা আমার সেই যে চির কালের ভালো লাগা।।
মনের কোণে যে নিয়েছে বাস।
তারিখ: ফেব্রুযারী ২৬, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,