সব মেয়েকে মানায় না মেয়ে –
তোমাকে মানায় খুব, সব রূপ ছেঁয়ে
মেয়ের সব বৈশিষ্ট,ঢং
রূপের অনুভূতির রঙ
দেহের কারুকাজ,
জ্যামিতিয় রেখা, দেহে যত ভাজ!
সব তোমার মাঝে
মেয়ে রূপে যত সৌন্দর্য সাজে।
ঠোঁটের আঁকা বাঁকা রেখায়
চোখের কালো গভীরতায়
হাতের নখ চোখের ভ্রু
চকিত কম্পন মনে যত দুরু দুরু
সব রহস্য মায়ায়
হৃদয়ের কোমল ছায়ায়
শুধু এক কথা এক কথা
গভীর মেয়ের নীরব ব্যকুলতা।
যত মেয়ে রূপ সবই তোমার মাঝে
সেই মেয়ে হওয়া কেবলি তোমারি সাজে।
খেয়ালিপনায় হাঁটার ছন্দে
অষ্পষ্ট আর দ্বীধা দ্বন্দ্বে
বড় স্বাক্ষী মেয়ে রূপে
আসন বসাও হৃদয়ে নিভৃতে চুপে
হয় না বুঝা
রহস্য হয় না খুঁজা।
বর্ণিল সব সাজ সজ্জায়
মেয়ে তুমি ছন্দিত লজ্জায়,
ঠোঁটের কোণে যে হাসি
রহস্যে মাখা সুখ রাশি।
ঢৈউ খেলানো চুলের অরণ্যে
সেখানে ডুবে থাকার জন্যে
তোমাকে চিনেছি তুমি সেই মেয়ে বলে
অকারণে হৃদয় তাই কেবলি দোলে।
কোমলতার ফুল হয়ে ফুটে
কন্টকও কখনও কখনও জুটে;
তীব্র যাতনা ধারায়, সুখ ধারার মিশ্রনে
তুমি যে মেয়ে অধীর থাকি তোমাকে বরণে।।
সব মেয়ে হতে পারে মেয়ে-
তুমি ভিন্ন এক মেয়ে বুঝেছি তো্মার সন্ধান পেয়ে।
তুমি আমার সেই মেয়ে হয়ে থেকো
তোমার মেয়ে হৃদয়ে চিরদিন আমাকে রেখো।।
তারিখঃ নভেম্বর ০৯, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,