চির দিনের সেই তুমি – লাল জামার বদলে মেরুন রঙের শাড়িতে,
খালি হাতের বদলে স্বর্ণের ভারি চুঁড়িতে।
দোল খাওয়া বেণীর বদলে খোলা চুলে
চঞ্চল চোখের বদলে স্থির চোখে
খৈ ফোঁটা কথারে বদলে মেপেমেপে কথা বলার ওয়েট মেসিনে।
চঞ্চল নদী ঢেউ এর বদলে ম্লান ঢেউয়ে
খুব ভোরের শিউলি ফুলের বদলে, কিছুটা বেলা বাড়ার শিউলি ফুল হয়ে,
এই ভাবে দেখা হোক এমন তো কথা ছিল না।
পায়রার উড়ে চলার ডানায় যে সুখে থাকে
শান্ত দীঘিতে যে শান্তি থাকে;
সবুজ বৃক্ষ তলায় যে সজীবতার শান্তি মেলা
ছোট্ট খুকি কিছুটা বড় হয়ে যেমন বাবার কোলে ছুটে আসা !
খেলা শেষে শিশুদের ঘরে ফিরার তাড়া,
বরের ঘর থেকে প্রথম যেদিন বাড়ির মেয়ে ফিরে আসার প্রতিক্ষা –
রাজ অতিথীর আগমনে তোরণের পরে তোরণে ধরে থাকে যে অপেক্ষা
তেমন একটা উচ্ছ্বাস, প্রফুল্লতা নিয়ে দেখার কথা ছিল
সেই চোখে, সেই চোখের আলোতে-
যতই উড়ি মুক্ত আকাশের চিল হয়ে !
হাজার স্বপ্ন কথা, বাসনাওয়ালা হয়ে
সেই চোখে, সেই চোখের আলোতে আর হলো না দেখা।
ফেরার কথা থাকলেও
কারও কারও আর ফেরা হয় না,
ফেরা হলেও ফেরা হয় না সেই প্রিয় জনের কাছে।
দেখা হওয়ার কথা থাকলেও
আর দেখা হয় না।
সময়, তার তীব্র শক্তিতে টেনে নিয়ে যায় বাসনার বিপরীতে।
তারিখ: নভেম্বর ০৩, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,