প্রিয় পথ ধরে আর তুমি হাঁটবে না তাই-
ভুল করে দেখি না এখন তোমাকে আর!
অযস্র ভুল দেখেছি তোমাকে তোমার প্রিয় পথে।
মাঝে মাঝে, প্রায়ই-
হেঁটে যাচ্ছো তুমি ধীর পায়ে
কখনও চঞ্চলতা হাঁটায়
বর্ণিল সাজে নিজেকে সাজিয়ে,
ঢেউ খেলানো চুলের অরণ্যে
খিলখিল হাসি রাশিতে
বারবার ভুল দেখেছি তোমাকে
তোমার প্রিয় পথে-
অন্তরে ধারণ ছিলে খুব তাই।
সেই পথকে করেছো বিদায়,
পা না রাখার প্রত্যয়ে
আজ বুঝি পথ কত মহা মূল্যবান জীবনের গতিতে!
সব যেন আজ থেমে যাওয়া, পরিত্যক্ত পথ।
শুকিয়ে যাওয়া দীঘি, নদী, খাল।
পাখিদের চুপচাপ বসে থাকা গাছে গাছে,
ভুলেছে বুঝি ওরার আকাশে উড়া।
বাতাসও স্থির বেশ
চারিদিকে ঘুটঘুটে, গুমোট পরিবেশ
তোমার প্রিয় পথে চলাচল নেই বলে
তাই আর চোখে ভুল দেখি না,
শুধু একটি পথ দেখি, তুমি বিহিন।
তোমার রেখে যাওয়া একটি পথ দেখি কেবলি-
দৃষ্টি বিহিন।।
তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,