যদি কখনও আমার উদার আকাশে
চাও যদি হতে তুমি মুক্ত সত্য প্রকাশে
রেখেছি খালি করে বিস্তৃন বিরান ভূমি
রাজকীয় হতে পারও সিংহ হৃদয়ে তুমি।।
এখানে বৃত্ত নেই, নেই সীমান কোন পরিধী
আঁকা বাঁকা রেখায় চিরদিন বয়ে চলা নদী
যদি শান্ত দীঘি চাও, ডুবে থাকার কোন যন্ত্রণায়
পুরো বুক -হৃদয় আড়ালে নিবে যদি যন্ত্রণা ভাসায়!
মন্দ হতে পারে কেউ কেউ, সকলে তো না
পরখ করে নিয়ে না হয় হোক তোমার স্বপ্ন বোনা।
হৃদয় গভীরে যদি থাকে তোমার বিষ বৃক্ষ অরণ্য
দাবানলে পুড়ায়ে, সবুজ বাগিচা গড়ে যত্নে মুক্তা স্বর্ণ।
তোমার ইচ্ছা হলে সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে
মানস হৃদয় তোমার সেখানে রাখিও বাঁধিয়ে
দুই ভুবনে এক ভুবন রচি এক শক্ত বন্ধনে
হোক প্রেম হারা তবুও থেকে যাবো এক প্রাঙ্গণে।।
তারিখঃ অক্টোবর ১৫, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,