রবীন্দ্র গানে যখন ডুবে যাই, তখন তাকে খুঁজে পাই আমি –
কত গভীরে প্রবেশ করে আমাদের মনের কথা রবি ঠাকুর লিখে গেছেন
তার গানে কবিতায় আর প্রাণ দিয়েছেন সুরে।
অথচ সেও আমায় রবীন্দ্রনাথ বানিয়ে দিতে পারত !
সে শক্তি ছিল তার হাতে অথবা কেন তার আসন হবে সন্মানের সব চেয়ে উঁচুতে !
আমি বিশাল অনুভবে তাকে ছুঁয়ে গেলাম অন্তর মনে, সারা জীবনে
অথচ আমাকে দিয়ে সে কিছুই লেখালো না !
যেমন করে কেউ একজন রবীন্দ্রনাথকে দিয়ে লেখিয়েছিলেন।
বার বার মনে হয়েছে আমার রবীন্দ্রনাথের মেধা ছিল মিছে !
সত্য ছিল “সেই একজন”
যিনি রবীন্দ্রনাথকে দিয়ে লেখিয়েছিলেন কবিতা গান প্রবন্ধ উপন্যাস আর শত কোটি লেখা
সেও আমার “সেই একজন” হয়েও আমাকে দিয়ে সে কিছুই লেখালো না !
তারিখ: এপ্রিল ০২, ২০১৫
রেটিং করুনঃ ,