হৃদয় আকাশ কালো হয়ে আসে
বেদনার বাতাসে।
সেই কবেকার চাঁদ মুখ ঢেকে গেছে কালোতে
কত দিন হয় নি দেখা সেই আলোতে।
বেদনারা কেন আসে অচমকা
ঠিক আজ হঠাৎ বেদনা বাতাসে দমকা।
এমন বেদনা ভারে-
হৃদয়ে ধরেছি যারে
ছিন্ন কি হবে সে
কি লেখা আছে অদৃষ্টে!
লিখে রেখেছে যা সেই অদৃষ্ট কলম
দুই একটা লাইন যদি পড়া যেত অন্তরের আলোতে কোন নির্জনে থমথম।
ভাগ্য লিখন, করে নিয়ে বরণ
সার্থক হতো জীবন ও মরণ।।
নাই কোন অপরাধ, অন্যায়, দ্বিধা দ্বন্দ্ব পাপ।
জীবন চলে যাবে আলোকিত সত্যে, অন্তরে অন্তরে যে শুদ্ধ তাপ।
তারিখঃ অক্টোবর ২৬, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,