চাওয়ার জন্য মানুষ পৃথিবীতে আসে,
আমি না হয় এ পৃথিবীতে এসেছি –
তোমার কাছে কিছু পাওয়ার জন্যই।
তোমার খুব সাধারণ হলেও একটি বস্তু কণা
আমাকে দিও। উপহারের আড়ালে হলেও দিও।
উজার করে দিও প্রথম ভালোবাসার দিনের মত।
হোক তা তোমার হাতে পড়া ভাঙ্গা কাকন চুড়ির একটি টুকরা!
পুরাতন ইমিটিসনের ফেলে রাখা কানের দুল।
প্রিয় কৌটায় রেখে দিব।
প্রিয় গল্পের বইয়ের পুরাতন কয়েকটা পৃষ্টা যেগুলিতে হাত আর
চোখ রেখে রেখে সময় কাটিয়েছ বহু।
এক খন্ড মাথার চুল দিও লেমেনিটিং করে রেখ দিব।
তোমার ব্যবহার করা লাল গোলাপি লিপষ্টিকে ঘষায়
কাঁচা আঁকায় এক টুকরা কাগজ।
হাতের লেখা রাফ খাতার একটি ছেড়া পৃষ্ঠা।
কাজলের দাগ এঁকে দিও ফেলানো কাগজে, সাথে ভ্রুরুর কিছু চিহ্ন।
টিস্যু পেপারে বার বার ঘষে তোমার গায়ের সু-গগ্ধ মাখিয়ে পাঠিও,
তাবিজে ভরে রাখব।
যদি ইচ্ছে করে কেঁদে কেঁদে চোখের পানিতে ভেজানো স্মৃতি চিহ্নের রুমালটি,
যত্নে রেখে দেওয়া পুরাতন দিনের চিঠির একটি পাতা। একটি খাম।
পাঠিয়ে দিও।
ফ্রেন্ড রিকিউষ্টগুলি মুছে দিতে চাইলে দিও মুছে, তবে-
তোমার কষ্ঠের রেকর্ড করা একটি ভয়েজ ওডিও পাঠিও। আর
হোক পাসপোর্ট সাইজের একটি ছবি পাঠিও, বাঁধিয়ে রাখব ফ্রেমে।
রবীন্দ্র গানের মত বার বার জানতে চাইব
“তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা।”
আমিও রবীন্দ্র গানের মত বার বার বলে যাব-
” কবির অন্তরে তুমি কবি–
নও ছবি, নও ছবি, নও শুধু ছবি॥”
তারিখঃ অক্টোবর ১০, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,