ডিংগি নৌকার মত তোমার চোখ জোড়ায়
আটকে আছি আছি যেন যুগান্তরে –
নানান আশা মনে শক্তি যোগায়।
তাই মেঘের কাছে হাতে পেতে
তাদের সাথে মিশে যেতে
বৃষ্টি হয়ে ঝরে ঝরে –
তোমার চোখে ডুব দিয়ে
আনন্দ সুখ সাথে নিয়ে
জীবনটাকে দিব
আটকে আছি আছি যেন যুগান্তরে।
হঠাৎ দেখি তোমার চোখ জোড়ায় শ্রাবণের ঘনো মেঘ
বেঁধেছে দানা গভীর ঘনো অন্তরঙ্গ আবেগ
বহু যুগের ভাষা আজ দিয়েছে প্রকাশে
আকাশে বাতাসে স্বচ্ছ হয়ে ঘনো অনুভূতি বিকাশে
ঝর ঝর বারি ধারায় ডুবে যাই তাই পানিতে অথৈ
মিলে মিশে একাকার দুজন ছাড়া জগতে যেন কেউ নেই।।
ডিংগি নৌকার মত তোমার চোখ জোড়ায়
পেয়েছি শান্ত শান্তি। পোড়াক ! কেউ যদি জগৎ পোড়ায়
আমি থেকে যাব চিরকাল তোমার চোখে, চোখের পাতায়, চোখের মনিতে
বাসনায় আমি- থেকে যাব তোমার আলোতে তোমার সৌন্দর্য খনিতে
যেখানে মেলে শান্ত শান্তি সুখের হীরক খন্ড
যদি অপরাধি ! মেনে নিব তোমার সকল শাস্তি ডন্ড।।
তবুও থেকে যাব তোমার চোখে, চোখের পাতায়, চোখের মনিতে
জীবন পড়েছে বাঁধা সব পথ পেড়িয়ে তোমার চোখের মনিতে।।
তারিখঃ জুলাই ২৫, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,