মনে হয় এই তো কয়েক দিন আগের কথা। তবুও কেটেছে তিনটা বছর।
এক গাঁয়ে আমি ও মমতাজ জাহান কবিতা লিখতাম দুই একটা।
মমতাজ জাহানের সাথে দেখা হলো গত বছরের বিজয় দিবসে
ঢাকা যাদু ঘরের সামনে, দাদা -, দাদা- ডাক দিয়ে হাতে ধরে বলল-
এই দেখ তোমাদের জামাই।
কত হবে বয়স আমার !! বড় জোড় বত্রিশ।
ছালাম নিলাম আমাদের জামাইয়ের আর তাতেই বয়স বেড়ে দাঁড়ালো তখনই ছাপান্নতে।
সবুজ, লাল শাড়িতে বেশ মানিয়েছে আমাদের জামাইয়ে পাশে মমতাজ জাহানকে।
খুব জোড় করে আমার সেল ফোনের নাম্বারটা নিল।
ঠিক সাত দিন পরে এক দুপুর বেল ফোন, দুপুরের খাবার খেয়েছো দাদা !!
অফিস, সংসারের সব কথা জানা হলে বলল
-শুনেছি তোমাদের জামাই কাদেরকে নাকি অনেক বিজ্ঞাপন দেয়,
আর তা দিয়ে হয় অনেক ছাপা পত্রিকা আর বই।
শুনেছি এ সব কথা, না হয় একদিন জেনে নিব সব।
আমার না হয় পাঁচটা কবিতা, তোমার দশটা কবিতা।
হোক না ছাপা এবার কবির নাম ছাড়া এক খানা কবিতার বই।
সামনের একুশের বই মেলায়।
আবার ঠিক সাত দিন পরে এক দুপুর বেলা ফোন, দুপুরের খাবার খেয়েছো দাদা !!
বিজ্ঞাপনের বিষয়ে কথা হয়েছে তোমাদের জামাইয়ের সাথে।
কথা রেখ দাদা, সোমবার সকাল এগারোটায় তোমাদের জামাইয়ের অফিসে যেও।
সেদিন ঠিক সোমবার এগারোটা বাজার দশ মিনিট আগে
আমাদের জামাইয়ের অফিসের সামনে দাঁড়াতেই
দুই কর্তা ব্যক্তি এসে জেনে নিল আমি দৌলত সাহেব কি না !!
হ্যা বলতেই চার জন যেন বর্ডি গার্ডের পাহারায় ওয়েটিং রুমে বসিয়ে দিল,
টি, কফি, ওয়াটার নানান ফিরিস্তি দিল।
এক অফিস সুন্দরী এসে বেশ হেসে ছালাম দিয়ে বলল-
বড় সাহেবের অফিস ঘরে নিয়ে যেতে এসেছেন।
আমাদের জামাইয়ের অফিস ঘরে কি নেই তবে !! নরম সোফা, টিভি, ফ্রিজ সবই তো আছে।
কত্ত বড় অফিস কর্তা যেন দাঁড়িয়ে আমার সামনে কেরাণীর বেশে।
বলল মিনতি করে – বার বার বলেছে নূর-জাহান, কোন অসন্মান না যেন হয় দাদার
কথা শুনে হাসি পেল মনে, জাহান রে বানিয়েছে নূর-জাহান
কাজী নজরুল ইসলামের ইরাণী মেয়ে নূর-জাহান –
ভারত মালিক সেলিম সম্রাটের সমাজ্ঞী নূর-জাহান!!
তবে বলুন দাদা কত টাকার বিজ্ঞাপন হলে আপনার বই হবে ছাপা।
বললাম ধর এক পৃষ্টার বিজ্ঞাপনে যদি দশ হাজার টাকা পাই!
জামাই বলে – তাহলে তো, সে তো হবে না বই, বরং হবে বিজ্ঞাপনের বই।
কথা শেষ না হতেই এক খানা এক লক্ষ টাকার চেক
হাতে দিয়ে মিনতি করে বলে দিল একখানাই থাকেবে বিজ্ঞাপন দাদা
চেক হাতে দিয়ে যেন আমাকেই কণ্যা সম্প্রদান।
হোক সে তুচ্ছ টাকা, হোক সে এক লক্ষ টাকা !!
মানুষের এত্ত বড় মন ! যে মনে ঢেকে আছে আমাদের মমতাজ জাহান।
মমতাজ জাহান, শোন বোন – কখনো দেখি নি এত্ত বড় সুখের বাগান।।
তারিখ : জুন ২৫, ২০১৩
রেটিং করুনঃ ,