কবে পৌঁছাবো তোমার দুই চোখে
যাত্রা শুরু করেছি সেই কবে- কত বর্ষ আলোকে !
তোমরা ঘনো খোলা চুলে
যেখানে মিশেছে গভীর অরণ্যে !
আমি কবে পৌঁছাব তোমার নাক ফুলটিতে যেখানে পৌঁছাতে
অতিক্রম করতে হয় পাহাড়ের বাগান একান্ত নিমগ্নে ।
আর কত সাধনায়, কত মন্ত্র পাঠে !
তোমার অন্তর কোণে
যাদু বিদ্যা, মায়া বিদ্যা – ছলনা বুনে-
তোমার অন্তরে একটুকু ঠাঁইয়ের বাসনায়
উৎভ্রান্ত প্রায়
কবে পৌঁছাবো তোমার কাজল কালো ভ্রুতে
কবে ফুরাবে পথ ! এখনও বুঝি আছি সেই পথের শুরুতে !
কবেকার সেই দেখা
নিভৃতে একা।
সেই দেখার হলো না শেষ
আবার যাত্রা শুরু কত সমুদ্র কত মহা-দেশ !
তোমার হাতে বাসনার একটুকু হাত
পথ ফুরাবে না, ফুরাবে না দিন রাত।
তবুও যদি তোমার অরণ্য চুলে, নাক ফুলে কাজল কালো ভ্রুতে
পৌঁছাতে পারি তবে ডুবায়ে রাখিও তোমার সুখমাখা অশ্রুতে।।
তারিখঃ অক্টোবর ০৮, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,