” সীমন্তিনী, তোমায় ডেকে পাইনি সাড়া,
দুয়ার ঘিরে ছিল হাজার কাটার বেড়া ।
কেন তবে বনের পথে, সীমন্তিনী
কেন তবে এই কুয়াশায়, সীমন্তিনী
একলা এলে পথ হারালে
বনের পথে কেন আমায় পথ ভোলালে, সীমন্তিনী ।। — শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
আজ প্রতিশ্রুতিশীল লেখক বাংলা গদ্য সাহিত্যকে অনন্য উচ্চতায় পৌঁছিয়ে নিয়ে যাওয়ার নায়ক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ৮৩ তম শুভ জন্মদিনে আমাদের অনেক অনেক ফুলেল শুভেচ্ছা। যিনি খুব সহজেই বলতে পেরেছিলেন ” প্রেম একটি লাল গোলাপ ”
শীর্ষেন্দু মুখোপাধ্যায় ১৯৩৫ খ্রিস্টাব্দের ২রা নভেম্বর বর্তমানের বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন যেখানে তাঁর জীবনের প্রথম এগারোটি বছর কাটে যায়। ভারত বিভক্তির সময় তাঁর পরিবার সহ তিনি কলকাতায় চলে আসেন। এই সময় রেলওয়েতে চাকুরীরত পিতার সঙ্গে তিনি আসাম, পশ্চিমবঙ্গ ও বিহারের বিভিন্ন স্থানে তাঁর জীবন অতিবাহিত করেন এবং সেখান থেকেই তিনি তাঁর লেখার রসদ খুঁজে পান। পরে তিনি কোচবিহারের ভিক্টোরিয়া কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। অতপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শীর্ষেন্দু একজন বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি আনন্দবাজার পত্রিকা ও দেশ পত্রিকার সঙ্গে জড়িত
শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য অনেক গল্প উপন্যাস লিখেছেন এবং এখনও লিখছেন।
সত্তরের দশকের পর যে ক’জন প্রতিশ্রুতিশীল লেখক বাংলা গদ্য সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তাদের মধ্যে তিনি অন্যতম। সেই তুলনায় নিজে থেকেছেন প্রচার বিমুখ হয়ে। তার ভাষ্যমতে, পাঠক মনোরঞ্জন তথা পাঠকদের তৎকালিন চাহিদাটাকেই তিনি ধরতে পারেন নি। ফলে তিনি লিখে গেছেন কেবল নিজের ভেতরকার তাগিদের ওপর ভর করে। যে কারণে প্রথম দিকে তার বইয়ের তেমন কাটতি ছিল না।
শীর্ষেন্দু মূলত সাহিত্য জগতে নিজের জায়গা বানিয়ে ফেলেন তার ‘যাও পাখি’ উপন্যাসের মাধ্যমে। এটি বই আকারে প্রকাশিত হয় ১৯৭৬ সালে। গ্রাম ও কলকাতা- এই দুই বৃত্তের টানাপোড়েন ও সংলগ্নতায় সৃষ্ট এই কাহিনী নিষ্ঠুর সময়ের অভিঘাতে পীড়িত ব্যক্তিসত্তার সম্পূর্ণ প্রতিচ্ছবি। এর বর্ণাঢ্য বিস্তারে, ঘাত-প্রতিঘাতে, মিলনে-বিরহে, অসংখ্যা ছবির মধ্যে জীবন ও জগৎ উৎকীর্ণ হয়ে আছে। বিশেষ করে ঘুণপোকা, দূরবীন, মানব জমিন নামে উপন্যাস গুলি তার খ্যাতির সূচনা করে। এছাড়াও উজান, কাগজের বউ, কীট, ক্ষয়, চুরি, চোখ, জাল, দিন যায় প্রচুর জনপ্রিয়তা এনে দেয়।
তাঁর কিশোর সাহিত্য,কল্প বিজ্ঞান কাহিনী গুলোও উল্লেখযোগ্য।কিশোর সাহিত্যে তিনি তো রাজাধিরাজ। মনোজদের অদ্ভুত বাড়ি,বনি,গোঁসাইবাগানের ভূত,পাগলা সাহেবের কবর,পাতালঘর,নবীগজ্ঞের দৈত্য,কুজ্ঞপুকুরের কান্ড – এসব তো মণিমুক্তা, সেই কিশোর বেলা থেকে আজো আমাদের আনন্দ দিয়ে আসছে।দু:খের অন্ধকার পার করছে।
বহু প্রতিভার অধিকারি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ৮৩ তম শুভ জন্মদিনে আমাদের অনেক অনেক ফুলেল শুভেচ্ছা।
তারিখ: নভেম্বর ০২, ২০১৮
রেটিং করুনঃ ,