বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ হিসাবে মৃতের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে বলে বিবিসির খবরে বলা হয়।
বিশ্বে ‘এখন সবচেয়ে বেশি সংক্রমণ ছাড়াচ্ছে’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন সতর্কবার্তার এক দিন পরেই মৃত্যুর ব্যাপকতার এ সংখ্যা জানা যায়।
মৃতের বিরাট এ সংখ্যার সঙ্গে তুলনা করে এএফপির খবরে বলা হয়, জ্যামাইকা বা আর্মেনিয়ার মোট জনসংখ্যা ৩০ লাখের কম। আর ১৯৮০-৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধে যত মানুষ নিহত হয়েছে, তার তিন গুণ এখন পর্যন্ত করোনায় মারা গেছে।
শুধু ভারতেই আজ নতুন করে ১ লাখ ৩০ হাজার মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই মহামারি শুরুর পর ১৪ কোটি মানুষ এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত সপ্তাহে বিশ্বে গড়ে প্রতিদিন ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস গতকাল সতর্ক করে বলেন, শনাক্ত ও মৃতের সংখ্যা যেভাবে বাড়ছে, তা খুবই উদ্বেগের। বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে নতুন আক্রান্তের যে সংখ্যা, তা গত দুই মাসের মোট আক্রান্তের প্রায় কাছাকাছি।
যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিল—এই তিন দেশে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে। জনস হপকিনস ইউনিভার্সিটির হিসাবে এই দেশগুলোতে ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র: প্রথম আলো
তারিখ: এপ্রিল ১৭, ২০২১
রেটিং করুনঃ ,