সামনের দিনগুলি যেমন আর ফেলে আসা দিনগুলির মত হবে না তখন এটাই এখন কষ্ট-দুঃখ-নামা। মনোবল যতই অটুট রাখি না কেন ধস নামিয়ে দিচ্ছে প্রতি মূহুর্তে শক্ত অবস্থানে থাকা হতাশার কুন্ডলীরা।
এখন ২য় বিশ্ব যুদ্ধের মত অবিরাম বোমা বর্ষণের তান্ডব না থাকলেও অদৃশ্য বোমা আমাদের প্রিয় শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া নিঃমিষেই থামিয়ে দিচ্ছে যাকে ৩য় বিশ্ব যুদ্ধাবস্থা না বলে আর উপায় নেই !
কে কখন সেই অদৃশ্য বোমার আক্রমনের লক্ষ্য হবে তা নিশ্চিত করে বলার ক্ষমতা হারিয়েছি। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বহু আগেই লিখেছেন –
” প্রেমের ফাঁদ পাতা ভুবনে,
কে কোথা ধরা পড়ে, কে জানে–“
সব সময় প্রত্যাশা করি নিজে ও সবাই যেন সু-স্বাস্থ্যের, ভালো আর্থিকের, ভালো পারিবারিক ও বন্ধুত্বের বন্ধনে আটকা পড়ি।
ফেসবুক
তারিখ: এপ্রিল ২২, ২০২০
রেটিং করুনঃ ,