যে পথ ধরে চলার কথা, যে পথ ধরে প্রতি নিয়তই চলেছি সেই পথ হঠাৎ করেই সরে যায়, নিদৃষ্ট পথের বদলে সেখানে আসে ভিন্ন এক অপরিচিত পথ। যে পথের সাথে কোন জানা শুনা নেই, কোন ধারণা নেই সম্পর্ণ অনিশ্চিত, সেই পথ ধরে আগানোও যায় না, এক ধরণের স্থির হয়ে থাকা।
জীবনরে চলমান প্রক্রিয়ায় এই সব অপরিচিত পথ সামনে এসে দাঁড়ালে, জীবন থেমে থাকলেও সব কিছু এক সময় মেনে নিয়ে অনিশ্চিত পথ ধরে এগিয়ে যেতে হয়। নানান বাঁধা নানান অনিশ্চয়তাকে অতিক্রম করেই মানুষকে চলতে হয়। পরিণাম থাকতে পারে পরাজয় বা জয়, জয়ের নেশা মানুষের তাই বেশি ভাগ মানুষই এগিয়ে চলে অনিশ্চয়তার পথ ধরে।
জীবনের চলার পথে মানুষের জীবনে একাধিকবার নিদৃষ্ট পথটি সরে যায় আবার কারও কারও জীবনে বা কারো জীবনে কখনই নিদৃষ্ট পথটি সরে যায় না।
পথ সরে যাওয়ার কোন কারণ থাকে না বা আগে থেকেও অনুমান করা যায় না নিদৃষ্ট পথটি একদিন সরে যাবে। কাংখিত পথটি সরে যাওয়াটি মানুষের জীবনের বড় অসাহায়ত্ববোধ, সেখানে সঞ্চিত হয় দুঃখ ও কষ্টের সারি সারি বৃক্ষ যেখানে গড়ে উঠে দুঃখের বিশাল এক অরণ্য। এই অরণ্য থেকে অনেকের আর মুক্তি পাওয়া হয় না যদিও জীবনের চলার জন্য আর একটি বিকল্প পথ ধরে এগিয়ে চলে যেখানেজীচীবন কখনও থেমে থাকার কথা নয়। স্বাভাভিক জীবনের বদলে দেখা দেয় এক মহৎ জীবনের। সেই পথকে সঠিক অবল্মনে ধারণ করে এগিয়ে চলে নিজেকে সার্থক করে গড়ে তুলাটাই জীবনের বড় সাফল্য।
তাই জীবনের সুষ্পষ্ট ও নিদৃষ্ট পথটি যদি সরে যায় ধরে নিতে হয় সামনে একটি মহৎ পথ অপেক্ষা করে আছে হোক সে পথ কষ্টের বা যন্ত্রনার!
সামনের চলার পথটি এক সময় দূরে সরে যায়।
তারিখ: মার্চ ০৯, ২০২০
রেটিং করুনঃ ,