অনেকের জীবনরে সাফল্য আসা শুরু হয় জীবনের শুরু থেকে যেমন করে পাহাড় থেকে ঝর্ণা ধারা নেমে আসে তবে তাদের মূল কাজ হলো সাফল্যের ধারাকে সচল রাখা। সে ক্ষেত্রে আছে পরিশ্রম, নতুন প্রযুক্তি কৌশলের সাথে তাল মিলিয়ে চলা যা অনেকটাই প্রতিযোগিতা মূলক মনোভাবের মধ্য দিয়ে। এই শ্রেনীর সাফল্য অর্জনকারীদের সংখ্যা খুবই কম আর তারা সৌভাগ্যবানও বটে।
বেশি ভাগ মানুষ জীবনে সাফল্য অর্জন করেছেন জীবনের প্রথম বড় ধরণের থাক্কা খেয়ে, ব্যর্থ হয়ে। ব্যর্থতার ধরণ, গভীরতা, মর্ম প্রায় শত ভাগ উপলদ্ধি করার পরে যারা দৃঢ়তার সাথে আবারও পথ চলতে শুরু করেছে অবশেষে তারাই বড় ধরণের সাফল্যের দেখা পেয়েছে।
জীবনে সাফল্য অর্জনের সবচেয়ে বড় দিকটি হল ব্যর্থ হয়ে ব্যর্থতাকে মোকাবেলা করা, ব্যর্থতা মোকাবেলা করার জন্য যে ব্যক্তি পথে বের হবেন তিনি একের পর পর সুযোগের সন্ধান পাবেন আর সেখান থেকে তাকে বেঁছে নিতে হবে সঠিক ও যুগোপযুগী সহজে গ্রহন যোগ্য সুযোগগুলি।
ব্যর্থতাকে মোকাবেলা করার কতকগুলি পন্থা আছে যার মধ্যে উল্লেখ যোগ্য হলো ব্যর্থতা অর্জনের কারণে নিজেকে দোষারোপ না করে, ব্যর্থতার কথা ভেবে ভেঙ্গে না পড়া, হাল ছেড়ে না দেওয়া, একের পর এক বিকল্প পথের সন্ধান করা।
ব্যর্থতার কারণগুলি গাণিতিক ভাবে নির্ণয় করে পূর্বের ভুলগুলি চিহ্নিত করে কাঙ্খিত সাফল্য অর্জনের পথে নিদৃষ্ট পরিকল্পনা নিয়ে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার, বার বার নিজের মধ্যে প্রত্যয় সৃষ্টি করা যে আমি এবার সম্পূর্ণ ভাবে সফল হওয়ার পথে, সাফল্য অর্জনের দ্বার প্রান্তে দাড়িয়ে আছি এখন।
তারিখ: মে ১৮, ২০১৮
রেটিং করুনঃ ,