” ইশক্ পর জোর নেহী; হৈ য়েহ্ বোহ্ আতশ, গালিব,
জো লগায়ে নহ্ লগে, অওর বুঝানে নহ্ বুঝে।।”
( প্রেমের উপর জোর খাটেনা; এ সেই আগুন, গালিব.
যা জ্বালালে জ্বলে না, নেভালে নেভে না।।)
যে আছে আমার মনের কোণে
যাকে দিয়েছি অন্তর সমর্পণে
কাটে সময় তাকে নিয়ে শ্রষ্ঠ সময়
কত উদার ভাবনায়, কত যে আলোকময়।
বড় প্রাপ্তিটাই এসেছে তাকে হারিয়ে
তাই যে আমার অপেক্ষায় থাকা হাত বাড়িয়ে।
সবই মিলেছে হয়েছে সবই পাওয়া
কি বা আর আছে আমার চাওয়া
নিজ কথা।
মনের মাঝে ভিত্তি গড়া এটি কৌশলের উপর ভর করে বিজয়ের ঝান্ডা উড়িয়ে দেওয়া, মনের মাঝে ঝান্ডা উড়ে গেলে তা আর নামিয়ে ফেলার সাহস অনেকের থাকে না। বাতাস ছাড়া সব যেমন অচল তেমন মৃদু বা প্রচন্ড গতিতে ভর করে মনে গড়ে উঠা ঝান্ডা উড়তেই থাকবে।
জানতো ঝান্ডা দেশ, ভূ-খন্ড ও জাতির কথা বলে
ভিত্তি গড়ে নেয় কৌশলে, শক্তিতে ছলে বলে।
হোক তা ভূমিতে, হৃদয় দরিয়ায়
বিচরণের একখানি রাজ্য গড়ে যায়।
কে নামায় তাকে ! বাতাসে যে উড়ে
কারও অর্জনের সুখ, কারও বা মন পুড়ে।।
———————–
ওয়ারেন আমাদের দুটি বিষয় শিখিয়েছেন, যেটা এক জীবনে করা অনেকটাই অসম্ভব। বিষয় দুটি হলো একই সময়ে যত বেশি সম্ভব নতুন বিষয় শেখা ও হাসতে পারা।
তারিখ: জুলাই ২৯, ২০১৮
রেটিং করুনঃ ,