মূর্খ হতে চাইলে কি বিদ্যা চর্চার প্রয়োজন পড়ে ! মনে হয় কোন বিদ্যা চর্চার প্রয়োজন পড়ে না, এমনি এমনি মানুষ মূর্খ হয়ে যায়, যেমন গভীর বনে গাছের ঝরা পাতায় পাতায় মাটি ঢেকে যায় ! অথবা পলি পড়ে পড়ে যেমন নদী ভরাট হয়ে যায়।
মূর্খ থেকে মানুষ জ্ঞানী হতে পারে কিন্তু জ্ঞানী মানুষের মূর্খ হয়ে যাওয়ার কোন পদ্ধতি দেখি না। অনেকেই আমরা হয় তো দিনে দিনে গাছের ঝরা পাতার মত, নদীতে পলি পড়ার মত মূর্খ হতে বসেছি। তবে আমাদের মূর্খ হয়ে যাওয়ার মধ্যে আছে একটি বড় গুন, বড় সুখ – আসলে জ্ঞানীগন আজ প্রকৃতই মূর্খ আর মূর্খরাই আজ জ্ঞানীর পথে হেঁটে চলেছে।।
তারিখ: মার্চ ২৭, ২০১৮
রেটিং করুনঃ ,