সরলতার জীবন সকলের কাটানো হয় না, সবাই সহজ সরল জীবন চায় কিনা এই প্রযুক্তির যুগে এটিও ভাবার বিষয়,যেখানে অনেক অর্থের ও উপার্জনের প্রয়োজন হয়। প্রযুক্তিগত জীবন অর্থে ভালো উপার্জনের প্রয়োজন ।
প্রযুক্তি জীবন সহজ জীবন প্রনালী কিন্তু সরল জীবন ধারা নয়। যুগির সাথে তাল মিলাতে সবারই চেষ্টা ও আগ্রহ থাকে, প্রযুক্তি থেকে দূরে থাকার ইচ্ছা অনেকেরই নেই, তাই ভালো শিক্ষা, ভালো অর্থ অর্জনের চেষ্টা থাকে সকল সময়ে।
প্রযুক্তিগত জীবন সাধারণ বা সরল জীবনে বিঘ্ন ঘটালেও এই জীবন থেকে কেউই দূরে থাকতে চায় না, প্রযুক্তি থেকে মুক্ত থাকতে চায় না।
সমন্ময় থাকাটা বড় কথা; প্রযুক্তির ভালো দিনগুলি গ্রহন করা আর প্রযুক্তির মন্দ দিকগুলি ত্যাগ করা তবেই একটি উন্নতি জীবন লাভ করা যায়। সকালে ঘুম থেকে উঠে দেওয়ালে বন্দী দেখা, হাতে মোবাইল সেট, ঘর থেকে বের হয়ে দালান দেখা , গাড়ি দেখা, গাড়ির বহর দেখা এভাবে জীবন হাঁপিয়ের উঠে। তারপরও মাঝে মাঝে প্রকৃতির নানান সম্ভারের মাঝে ডুবে থেকে সরলতাময় জীবন ধারা খুঁজে নেওয়া খুব প্রয়োজন।
তারিখঃ সেপ্টম্বর ২৭, ২০১৯
রেটিং করুনঃ ,