দালান আট্টলিকা যত ঘনো হচ্ছে সবুজ তত ক্ষয় হচ্ছে, অচেনা মানুষের স্যংখ্যা তত বাড়ছে, বাড়ছে শঙ্কা, অজানা ভীতি সেই সাথে সার্থপরতা।
আগে নিজের লাভ পরে পরের লাভ-ক্ষতির হিসাব। ঘনো জন বসতি পূর্ণ আমাদের দেশে সবুজ, প্রফুল্লতা হারানোর প্রবণতা দিনে দিনে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সার্থপরতার মাত্রা ব্যপক ভাবে লক্ষণীয় তবে উদার মনরে মানবতা মনের মানুষের যে অভাব এমনটি বলা যাবে না তবে তারা শক্তি অনেক দূর্বল অবস্থানে। এটি এখন যুগের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার বাইরে যাওয়ার আর কোন পথ নেই। পরিচিত মানুষকে চেনা এখন বড় কঠিন কাজ আর অচেনা মানুষ যে কোন ফাঁদ পেতে বসে আছে তা আরও ভয়ংকর রূপ।
এটি যুগের পেক্ষাপট অস্বীকার করার বা এড়িয়ে চলার মত কিছু নেই, প্রতি নিয়ত মানুষ কারও না কারও কাছে প্রতারিত হচ্ছে, হরহামেশাই ভেঙ্গে ফেলছে প্রতিজ্ঞা পণ। ক্ষিণ হয়ে যাচ্ছে বিশ্বাসের পরিসর। বিশ্বাস এ যেন এখন এক ফাঁদ, খুব কৌশলের ফাঁদ আগে থেকে বুঝা খুব দায়।ক্রমাগত ভাবে বেড়ে যাচ্ছে মানুষে মানুষে একাকিত্ব। যান্ত্রিকতা অতি লোভ, দ্রুত বড় লোক বা অর্থশালী হওয়ার লোভ বেশি ভাগ মানুষকে গ্রাস করে ফেলেছে যেখান থেকে বেশি ভাগ মানুষেই আর বেড়িয়ে আসতে পারছে না তাই লোভের ও দ্রুত অর্থশালী জোড় জবস্থি মূলক পথ প্রশস্ত হচ্ছে যেখানে ব্যাপক মানুষের চলাচল। ভালো ও মানুবিক মানুষের চলাচলের পথ ক্ষীণ হয়ে আসছে সাথে তারাও হারিয়েও যাচ্ছে দ্রুত। এটি কি যুগের হাওয়া নাকি এই হাওয়ার পরিবর্তন কি খুব প্রয়োজন!
এইসব ভাবতে বা লিখতে গিয়ে “সরলতা” নামের একটি শব্দের কথা মনে যায়। কে না চায় এই সরলতাময় জীবন ধারা! সকলেই চাই কিন্তু মনে বাস করে আছে জোড় জবস্থি মূলক পথে চলার একটি মন্ত্র।
তারিখঃ সেপ্টম্বর ২৮, ২০১৯
রেটিং করুনঃ ,