তরুণ বয়সে একটা সময় ছিল-
খুব লিখতাম- গল্প, ছড়া, কবিতা এইসব।
বিশেষ করে একটি মুখের থাকত নানান বর্ণনা,
দীঘিতে পানি যেমন চুপচাপ, আবার থৈ থৈ।
পায়রার হঠাৎ পেখম মেলে উড়ে চলা,
অথবা আকাশে রঙিন ঘুড়ি।
একখন্ড সাদা মেঘ নীল আকাশে –
সৌরভ ছড়ানো তাজা ফুল মনের বাগানে।
হিমালয়ের চূড়ায় একটি সন্মানের বিছানা,
স্রোত যেমন শুদ্ধ করে নদীকে।
একদিন লিখলাম প্রিয় মুখটি সকল উপমার উপমা,
এর পর আর লেখা হয় নি সেই প্রিয় মুখ নিয়ে।
এখন মাঝে মাঝে অর্থনৈতিক উন্নয়নের কথা লিখি,
যদি এদেশের গরীব মানুষগুলি নিজেদের দেখতে পায়।
নিজের বয়সের কথা লিখি,
কতটা সঞ্চয় জমেছে ব্যাংকে বা জমিতে।
তবে প্রথম বয়সের ভাবনাগুলিতে ভুল ছিল না,
নিজেকে কিছুটা উঁচুতে উঠিয়েছে, যেন হাই-ওয়ে ধরে চলেছি।
সেই প্রিয় মুখ, উপমা, স্মৃতিগুলিকে-
আজও বড় সম্পদের সম্পদ মানি।
রেটিং করুনঃ ,