দেখা হওয়াটাই বড় কথা
নাই বা হলো কথা, কখনও সমাজ বিষাক্ত।
যে কারণ জানা নেই তবুও ছোবল
এমনটাই সমাজের ধরণ ইদানিং।
বড় পিচ্ছিল, তপ্ত, অকারণে আসে বিষাক্ত ধোঁয়া !
শ্বাস প্রশ্বাসে দাহ।
ওরা কি তবে শীতল ! ছায়া ঘন পরিবেশে !
সমাজ যারা হাতের মুঠোয় রেখেছে !
সমাজের মালিক সেজে কি লাভ হয়
যদি সমাজই বিক্রি হয়েছে অপাত্রে।
দেখা হলে হয় তো কিছুটা দূরত্ব কমে বরং দূরত্ব অধিক হারে বাড়ে
যদি কথাতে থাকে তালা।
সমাজ কি ইদানিং কথাতে পারে তালা লাগাতে !
তবে সেল ফোন নেট এ সব কিসের জন্য আবিষ্কার !
ঘুনে ধরা সমাজ আর কতকাল থাকতে চায় অন্ধকারে
যখন চারিদিন আলোকিত।
সমাজ পতি – যে সমাজ বিক্রি করেছো অপাত্রে
তারপরও কি নব আবিষ্কার সমাজকে আলোকিত করে নি ! বরং
সমাজকে আরও অন্ধকারে নিয়েছে নব আবিষ্কারকে উলঙ্গ করে।।
তারিখ: সেপ্টস্বর ২০, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,