একটি দিনের সবচেয়ে সহজ মাপক হচ্ছে ২৪ ঘন্টা, দিনের যত হিসাব নিকাশ এই ২৪ ঘন্টাকে কেন্দ্র করে কত ক্ষণ কর্মের সাথে কত ক্ষণ বিনোদন আর কত ক্ষণ নিদ্রায় থাকা!
মনের মাপক দিয়ে পরিমাপ করলে একটি দিন যা ২৪ ঘন্টার হিসাবে সেই দিন কখনও বড় হয় ছোট্ট হয়। খুব ব্যস্ত সময় কাটতে থাকলে কত দ্রুত সময় কেটে গেল দিনটা শেষ হয়ে আসলো। একই ভাবে খুব অবসর থাকলে অলস সময় থাকলে সময় খুব কষ্টের হলে মনে হয় সময় চলছে ধীর গতির নৌকায় তখন দিনকে খুব বড় মনে হয়; ২৪ ঘন্টার দিন যেন ৩৬ বা ৪২ ঘন্টায় পরিনত হয়।
কল্যান কর কাজে ব্যস্ত থেকে প্রতি মিনিটের হিসাব মাথায় রেখে যে দিন পাড়ি দেয় তার কাছে দিন তেমন গুরুত্ব পূর্ণ তেমনি খুব ছোট্ট তার আশা থাকে একটি নিদৃষ্ট দিনে অনেক কাজ করার। মিনিট ঘন্টা দিয়ে যার সময় বেঁধে নেওয়া একের পর এক নিদৃষ্ট কাজগুলি সমাপ্ত করার পরে মনে হয় অনেক কাজ বাকি থেকে গেল তার প্রত্যাশা থাকে একটি বড় দিনের তুলনা মূলক ভাবে ছোট্ট দিনের চেয়ে।
জীবনের প্রতিটি দিনকে ঘন্টাকে সময়কে দ্রুতার সাথে কল্যান কর কাজে ব্যয় করেছে তার জন্য দ্রুতই এসে হাজির হয় একটি সাফল্যময় জীবনের সূচনা আর একবার সূচনাটি ভালো হলে তাকে আর থেকে থাকতে হয় না। সময়ের গাড়ি তাকে বয়ে নেয় সারি সারি সাফল্যের দিনগুলির মধ্য দিয়ে।
যে সময়কে সতর্কতার সাথে গুরুত্বের সাথে, সময় সূচিতে বেঁধে ফেলতে পেরেছে যেখানে অলস সময় প্রবেশ করতে পারে নি তার জন্যই বরাদ্ধ সাফল্যময় জীবন। একজনের জীবন সফল হলো আর একই ধারায় অন্য একজনের জীবনে সফলতা আসলো না এর বড় কারণ সময়ের প্রবাহকে খুব গুরুত্বের সাথে চালিত করা। সময়কে চালিত করার একমাত্র ক্ষমতা নিজের কাছে যদিও অন্য কেউ নিজ সময় চালানোর সময় ভিন্ন দিকে প্রবাহিত করতে পারে তারপরও সময়কে চালিত করার ক্ষমতা নিজের কাছে।
তারিখঃ অক্টোবর ১৬, ২০১৯
রেটিং করুনঃ ,