একদিন যারা বাংলায় লেখার ব্লগুলিতে মুখোরিত ছিলেন তারা অনেকেই ইদানিং বেশি সুবিধা পাওয়ার জায়গাটিতে লেখা-লেখি ও সাহিত্য চর্চা করেন, আজ বা আরও কয়েক দিন হয় তো তাদের বেশ অস্বস্থিকর সময় কাটাতে হতে পারে !
অনেকের মতে সামগ্রিক ভাবে ব্লগ বিশ্বে ভালো ফলাফল আনতে পারছে না, ব্লগারের নিন্ম মুখি সূচক, তাই কৌশল বদল, নিত্য নতুন প্রযুক্তির দিকে বিশেষ করে মানুষ ঝুঁকে পড়ছে ফেসবুকের মত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির দিকে, যেখানে সুবিধার পরিমান অনেক বেশি ব্লগের তুলনায়, দ্রুত লেখা ছড়িয়ে যায় বিশ্বের অনেক প্রান্তরে আর আসে দ্রুত সাময়িক জনপ্রিয়তাও !
ফেস-বুক তার মূল্য লক্ষ্য থেকে সরে গিয়েছে বেশ দূরে – এটি আমার ধারণা, আর সেটি আমার কাছে নিজেকে প্রচারের একটি বড় ডিভাইস বলেও আমার ধারণা, তবে যে কারণে ফেস বুক সাময়িক বন্দ থাকুক না কেন তা দ্রুত আবার চালু হয়ে মানুষের কল্যানে ব্যবাহার হোক – এটাই আমাদের এবং আমারও প্রত্যাশা।
ক্ষেতে ভালো মন্দ ফসল ফলানো, আর নিজের শখের বা পরিশ্রমের বাগানে ফুল ফুটিয়ে সৌন্দর্য বাড়ানোটা এক কথা নয় বলে আমার ধারণা, ক্ষেতে ভালো মন্দ ফসল ফলানোটা আমার কাছে ফেসবুকের মতই মনে হয় আর বাগানে ফুল ফুটিয়ে সৌন্দর্য বাড়ানোটা লেখা-লেখির চর্চা যা হতে পারে বাংলায় লেখার ব্লগগুলিতে।
আমার মতের বিপরীতে কোন মতামত আসলে সেটাই হবে এ লেখটির অর্জন !
তারিখঃ ১৮ নভেম্বর ২০১৫
রেটিং করুনঃ ,