কোন খেয়ালে কোন উদাসে মেঘে মেঘে ভাসো
সমাজ রীতিতে কি ভাবেই বা কাছে আসো
কথা পণ প্রতিজ্ঞা ধ্যান
অন্তর ধারণে যা মেনেছি জ্ঞান
অন্তরে তা থাক, এক অভিন্ন রূপে
একান্তে যতনে নিভৃত চুপে।
অন্তরে যা অন্তর বুননে
রচিত কাব্য শুদ্ধ মনে।
নাই বা জানিল সংসার সমাজ
এ যে শুদ্ধ প্রেমের নীরব কারুকাজ।।
নাই বা রটিল কলঙ্ক দাগ
প্রেমের হোক সমভাগ।
তারিখঃ অক্টোবর ২১, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,