শেয়ার বাজার কথাটি আমাদের মধ্যে বেশ পরিচিত, এর বড় বৈশিষ্ট হচ্ছে সূচকের উঠা নামা, শেয়ার বাজারের সূচক যদি স্থির তবে সবার জন্য একটি গোলমালে বিষয় অর্থাৎ বিষয়টি অস্বাভাবিক। আমাদের জীবনের যে চলাচল সেটিও শেয়ার বাজারের সূচক মাপকের মত। জীবনের গতি স্থির থাকাটি বড় ধরণে বেমানান, সঠিক জীবনের সাথে যায় না। দক্ষতার সাথে ঝুঁকি মোকাবেলা মূল লক্ষ্য জীবনকে উন্নত মানে এগিয়ে নেওয়া। সমস্যা ছিল না তাতে, কিন্তু এখন এই এগিয়ে যাওয়াতে বড় বাঁধা- মারাত্মক রকমের ঝুঁকি মোকাবেলা করা সব কিছুতে, যা প্রতিযোগিতা নামে পরিচিত।প্রতিযোগিতার কারণে দিনে দিনে ভালো সংকোচিত হয়ে যাওয়ায় আর মন্দের সহজ বিস্তার ঘটায় সামনে নানান ঝুঁকি বিভিন্ন প্রভাব দ্বারা তৈরী করে নিম্ন মূখি পতন রেখা, বা কখনও উর্ধ্ব মুখি উন্নত রেখা।
এই ঝুঁকি মোকাবেলা করতেই ভালো লক্ষ্যটি দিক পরিবর্তন করে তৈরী করে দিচ্ছে মন্দ পথে সন্ধান, ইচ্ছা থাকুক আর নাই থাকুক অনেকটা বাধ্য হয়েই সেই মন্দের পথ ধরে চলতে হচ্ছে। শুধু যে মন্দ পথে সন্ধান পাওয়া যায় এমনটিও নয় সামনে অপেক্ষা করে অনেক ভালো পথ। সেটিকে সহজ করে নিতে পারলে বড় সাফল্য দেখা দেয় কারণ আজ কঠোর পরিশ্রমে যা অর্জন তাই প্রতিষ্টা পায় আর জীবন ধারাকে জীবনের পথ চলাকে সহজ করে দেয়।
জীবনটাকে দক্ষতার সাথে চালিয়ে নেওয়াটাই বড় কথা, সব সময় সাফল্য বড় কথা নয়। একটি ব্যর্থতার জীবনেও সাফল্য থাকে কারণ সে জীবন ধারাটি ছিল উন্নত মন ও মনন নিয়ে এগিয়ে যাওয়ার পথ। উন্নত মন ও মনন নিয়ে পরিচালিত পথ সব সময় সাফল্য দেখায় না। সাফল্য সকলের গড়-পড়তা চাহিদা কিন্তু উন্নত মন ও মনন নিয়ে এগিয়ে যাওয়ার পথিকের সংখ্যাটি কম, হঠাৎ করে সাফল্যের সন্ধান প্রত্যাশি মানুষের সংখ্যাই বেশি। হঠাৎ করে যে অর্জন তা একটি অর্জন হলেও প্রকৃত ভাবে সেটিও একটি নিম্ন মূখি পতন রেখা।
তারিখঃ আগষ্ট ১৬, ২০১৯
রেটিং করুনঃ ,