আকাশ আলো করা আনন্দ ধারারা আজ
সেজেছে আপন ধারায় রাজ কণ্যা সাজ
সেই হারিয়া যাওয়া মুক্তা ছড়ানো হাসি রাশি সব
এসেছে ফিরে সারা ভুবনে এক আনন্দ উৎসব।
প্রাণ দুলানো সেই ঢেউ খেলানো অরণ্য চুলের মেলা
নান্দনিক চলায় সুর ছন্দের বিশ্ময় এক খেলা।
নিবিড়ের কথোপকথনে, কিছুটা কাছাকাছি সময়ে
সেই চিরদিনের চেনা, অনন্ত কালের পরিচয়ে।।
এমনি করে থাক মাধুরী বিলানো এই ক্ষণ, সময়-
শুদ্ধ অন্তরে, সত্য বিশ্বাসে থাক এক চিরন্তন পরিচয়।
যতদিন এই পৃথিবী পরে সব থাক নতুন পরিচয়ে
অসীম ক্ষমায়, সকল জয়ে, পরাজয়ের করুণা ভয়ে।।
তারিখঃ মার্চ ০৮, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,