নিজের যা অর্জন অন্যের দান ও দয়া ছাড়া সেটাই প্রকৃত অর্জন, এই অর্জনের মধ্য দিয়ে অন্তত নিজের কাছে রাজা হয়ে থাকা যায়, বিশাল স্বাধীনতা এখানে কাজ করে। কারও কাছে নিজের অর্জন নিয়ে কৈফিয়ত দিতে হয় না। নিজের অর্জন থেকে হারানোর কিছু থাকে না আর হারিয়ে গেলেও তা মেনে নিতে বা বিসর্জন দিতে কোন দুঃখের সমাহার সমবেত হয় না।
প্রকৃত অর্জনের দিকে এখন অনেকের বড় আস্থার অভাব তাই অন্যের দান ও দয়া নিয়ে কিছু অর্জন করার একটি প্রচেষ্টা বড় সহায়ক হিসাবে কাজ করে এর কারণ অন্যের সহায়তা ছাড়া একক ভাবে কিছু অর্জন ত্যগের পথ ধরে বেশ দীর্ঘ পথ পাড়ি দিতে হয়।
নিজের প্রচেষ্টায় যা অর্জন তা টিকে থাকে বহু দিনের জন্য এই অর্জন বহু অভিজ্ঞতা দিয়ে অর্জন দীর্ঘ পথ পাড়ি দিয়ে অর্জন। সকল মানুষের জন্য বহু দিন বেঁচে থাকা বা প্রতিষ্টিত হয়ে থাকা যায় না, অনেক গুলি পরীক্ষায় উত্তির্ণ হয়ে তার পড়ে টিকে থাকা।
তরতর করে খুব দ্রুত উপরে উঠার প্রবনতা এখন বাংলাদেশীদের মধ্যে বেশ প্রবল আর আপাততঃ ফলও মিলছে ভালো পরিণামে কি আছে তা দেখার সুযোগ আসে নি অনেকের তবে এই তরতর করে খুব দ্রুত উপরে উঠার প্রবনতাটা এই জাতির মধ্যে বড় ধরণের অবক্ষয় নিয়ে আসবে তা বেশ ষ্পষ্ট করে বলা যায়।
যে পথ অশুভ, পাপের, অসৎ মিথ্যার আবরণে ঢাকা সেই পথ কেবল ধংস্বই ডেকে আনতে পারে কোন কল্যাণ কিছু আনতে পারে না, যা একটি সমৃদ্ধ জাতির কথা বলে। ভুল ভাঙ্গার পরে সথ্যের আলো প্রবেশ করে অন্ধকার জগতে, অপেক্ষার পালা আলোকময় জগতে প্রবেশের যেখান থেকে মানুষ সত্যকে খুব সহজে চিনতে ও বরণ করে নিতে পারে। আজ যেটি ভালো দেখছে সত্য দেখছে সত্য জগত প্রতিষ্টিত হলে মন্দকে আর ভালো দেখবে না, মিথ্যাকে সত্য হিসাবে মেনে নিবে না, মন্দকে মন্দই দেখবে সত্যকে সত্যই দেখবে।
তারিখঃ জুলাই ২০, ২০১৯
রেটিং করুনঃ ,