জীবনের সব কিছুকে এখন কৌশল গত ভাবে দেখাটাই বড় কথা। প্রচলিত পথ ধরে চলা, অভিভাবকদের দেখিয়ে দেওয়া পথ চলার মধ্যে জীবনকে সার্থক ভাবে আর চালিয়ে নেওয়া যাচ্ছে না। প্রযুক্তি গত ও উন্নয়ন গত দিকগুলি বেশ দ্রুতার সাথে এগিয়ে চলার কারণে যে কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত কোনটি! ফলাফলই বা কেমন! তা পূর্ব র্নির্ধরণ করা খুব কঠিন।
কারও জন্য কিছু ত্যাগ করে এক সময় সেই প্রসংঙ্গ তুলে সহানুভূতি চাওয়ার মত বড় বোকামি আর নেই, কার জন্য কি করেছি সেটি নিজের মনে থাকলেও যার জন্য ত্যাগ স্বীকার করা হয়েছে সে তার কোন অংশের কোন কিছুই মনে রাখে না। যদি যে উপকৃত হয় তবে সে ভাবে এটি তার পাওনা, তাই তার পাওয়ার বিপরীতে কেউ কোন কথা বললে বরং সে বিরূপ আচরণ করতে থাকে।
সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এখন আর অন্যের উপর নির্ভর করাটাও বেশ বোকামি, সিদ্ধান্ত গ্রহনের জন্য বড় প্রয়োজন একক অভিজ্ঞতা মূলক মাপকাটি, আজকাল দ্রুত সিদ্ধান্ত নিতে হয় বলে বা সিদ্ধান্ত গ্রহনের জন্য লম্বা সময় পাওয়া যায় না বলেই সঠিক সিদ্ধান্ত গ্রহণই হচ্ছে সঠিক পন্থা।
সঠিক পন্থা ধরে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এখন প্রয়োজন যুগের সাথে তাল মিলিয়ে, জীবনকে বাস্তব অভিজ্ঞতার পথে হাঁটিয়ে, নানা ভাবে জ্ঞানর্জন করে নিজেকে প্রজ্ঞাচিত মানুষ হিসাবে তৈরী করা।
নিজেকে অনেক উচুতে উঠতে, অনেক নিচুতে নামতে বড় ভূমিকা সঠিক সিদ্ধান্ত গ্রহণের উপর।
দশ জন যেমন আমার সিদ্ধান্তটির বিষয়ে জানে না, পরিবর্তিত জীবন ধারার কারণে একই সাথে দশ জন মানুষের সাথে একত্রিত হওয়ার সুযোগ নেই বা একত্রিত হওয়া যায় না। তাই নিজ যোগ্যতায় সঠিক সিদ্ধান্ত গ্রহনের মধ্যে সাফল্য নির্ভর করে।
তারিখ: জানুয়ারী ২৩, ২০১৭
রেটিং করুনঃ ,