মানুষের জীবনে সামনের চলার পথে যে অপ্রত্যাশিত দুঃখ, অসাহায়ত্ববোধ চলে আসে তা কখনও কখনও সুষ্পষ্ট ভাবে চলে আসে, মোকাবেলা করার হিতাহীত জ্ঞান থাকলেও তা কাজ করে না। অপ্রত্যাশিত দুঃখ, অসাহায়ত্ববোধ তার পরিকল্পিত পথ ধরে এগিয়ে এসে এমন ভাবে মানুষের সামনে এসে দাঁড়ায় তখন নির্ধারিত পথটি সামনের জীবন থেকে হঠাৎ বা ধীরে ধীরে দূরে সরে যায় তার বদলে সে খুব শক্ত অবস্থান নিয়ে অপ্রত্যাশিত পথে চলতে বাধ্য করে।
মানুষের জীবনে নিদৃষ্ট চলার পথ দূরে সরে যাওয়া, সামনের পথ হঠাৎ করে বিপরীত পথে চলা এটি খুব স্বাভাবিক অধিকাংশ মানুষের জীবন খুব স্বাভাবিক ধারায় চললেও কিছু কিছু মানুষের জীবনে নির্ধারিত পথটি সামনের জীবন থেকে হঠাৎ বা ধীরে ধীরে দূরে সরে যায়। এমন ধারাবাহিকতায় কেউ থমকে দাঁড়ায়, তার পতন হয়েছে এমন ধারণায় আচ্ছন্ন থাকে, কেউ মোকাবেলা করে পথ পরিবর্তন করে, প্রচলিত জীভন ধারাকে পরিবর্তনের প্রত্যয় নিয়ে এগিয়ে চলে আবারও ঘুরে দাঁড়ায়। কেউ সফল হয় কেউ পতনকে বরণ করে নেয়।
জীবনের নানান ধারার প্ররিক্রমায় জীবনের গতি পথ যে দিকে মোড় নিক না কেন মনে ধারণ করা উচিত পতন বলে কিছু নেই, দুঃখ, অসাহায়ত্ববোধ বলে কিছু নেই, জীবনকে শুরু করার জন্য মানুষের জীবনে দুঃখ, অসাহায়ত্ববোধ, পতন আসে আর সঠিক মনোবল নিয়ে এইসবকে অতিক্রম করাই মানুষের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য।
জীবনের এই জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য অনেক মানুষ নির্ধারণ করতে ব্যর্থ হয় বলেই কিছু কিছু মানুষ থেমে থাকে, পিছিয়ে যায়, জীবনের এই যাত্রা কখনও পিছিয়ে থাকার জন্য নয় কেবল মাত্র সঠিক পথ থরে সামনের দিকে এগিয়ে চলা। শুন্য থেকে শুরু করা, প্রচার্য থেকে শুরু করা, সাফ্যল্যের ধারাবাহিকতায় শুরু করা এইসব পথে কখনও স্বাভাবিক ধারা, কখনও পতন কখনও সাফল্যে ধারা সময়ই থাকে এইসব মেনে নিয়েই জীবন। জীবনে দুঃখ, অসাহায়ত্ববোধ, আনন্দ বোধ, সুখ ধারা, প্রফুল্লময় জীবন এইসবরে মিশ্রণে জীবন কিছু বেশি আর কিছু কম পার্থক্য শুধু এইটুকু।
সুখ ও সাফল্য চাওয়াটাই আমাদের লক্ষ্য এই ধারায় আমাদের চলার প্রত্যয় কিন্তু বিপত্তি ঘটে যখন দুঃখ, অসাহায়ত্ববোধ সামনে এসে দাঁড়ায় সেই সাথে তা মোকাবেল করার কঠিন প্রত্যয় কাজ করে। এমন পরিস্থিতিতেজীবনকে দুঃখবোধ, অসাহায়ত্ববোধের মধ্যে জড়িয়ে না রেখে, জীবনকে শূণ্য করে দিয়ে এক দুই করে নতুন ধাপে ধাপে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াই জীবনের লক্ষ্য। দুঃখ, অসাহায়ত্ববোধ এইসব মানুষের জীবনে আসে বলেই একদিন তারা আলোর মুখ দেখে, সাফল্যের ছোঁয়া পায় সাথে আনন্দময় ও প্রশান্তির জীবন ধারা।
পতনের মুখে যারা জীবনকে থামিয়ে দেয় তাদের জন্য জীবন নয়। পতনের মুখে দুঃখবোধ, অসাহায়ত্ববোধের মধ্যে থেকে জয়ি হওয়ার প্রত্যয়ে যারা চলতে চায় জীবন তাদের জন্য। সঠিক জীবন সবার জন্য নয়। সঠিক জীবন ধারা বের করে পরিকল্পনায় নিয়ে বাস্তবায়ন করে ক্রমাগত এগিয়ে চলাই জীবন। জীবনটা একটি অনির্ধারিত লক্ষ্যের বেষ্টনি বা সীমানা যেটির শেষ হওয়ার কথা অসীমে।
তারিখঃ মার্চ ১৭, ২০২০
রেটিং করুনঃ ,