সঞ্চিত সব কথা সঞ্চিত থাক তোমাকে শুনাব বলে-
দিনে দিনে সঞ্চিত কথা বাড়ে, সাথে অন্তরও দোলে।
উল্টিয়ে পাল্টিয়ে কোনদিন হিসাবে না নিয়ে –
জানি নি কি সব কথা সাজানো আছে কি দিয়ে।
তোমাকে শুনাব নিভৃতে আছি সেই অপেক্ষাতে
রাতের আকাশে যত কথা চন্দ্র তারা আকাশের সাথে
ঢেউের সাথে নদীর যেমন, পাখিদের কথা বনে বনে,
জমে আছে সব কথা একান্তে আর সঙ্গোপনে।।
বাঁধাহীন হয়ে এসো, উদার হয়ে এসো সকল দুয়ার খুলে
বিশাল এ বিশ্বমাঝে নিজেকে নিও অনেক উঁচুতে তুলে।
সঞ্চিত সব কথা শুনে ভাবনার খোলা আকাশে
নিজেকে ভাসায়ে দিও ছুটে চলা মেঘ বাতাসে।।
সবই ক্ষুদ্র, তুচ্ছ, অতি সমাজ সংসারের হিসাব খেলায়
ত্যগে মায়ায় সব ভুলে মিশে যাই সঞ্চিত সব কথার মেলায়।।
তারিখঃ মে ০১, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,