তোমার সকল ভালোলাগা বোধ আমার মাঝে
সঞ্চিত হয়ে থাক।
যা আলোকিত করে মন, মনন
দূর করে বিষন্নতা, কালো ছায়া
আসে প্রফুল্লতা, সজীবতা, মায়া
হাজারো দুঃখে, কষ্ট ধারায়
যে ভালোলাগা বোধ অনুভূতির বুনন
অন্তর মাঝে তা সঞ্চিত হয়ে থাক।
আজ যে আলো, সকল ভালো যা দেখতে পাই
রক্ত কণিকায়, যে চলার শক্তি
সব তোমার দান অন্তরের স্তম্ভ
অনন্ত কাল বেঁচে থাকার প্রয়াস
আজ বুঝি মানুষ কি ভাবে অর্ধেক হয়
পরিপূর্ণতার সকল দুয়ার কি করে বন্দ হয়।
আলোকিত জীবনে নামে বিষন্নতার গাঢ় ছায়া।
আলোকিত কর জীবন, সুখময় শান্তিময় তাই
সঞ্চিত করে যেতে চাই-
তোমার সকল ভালোলাগা বোধ।
তারিখঃ ডিসেম্বর ০৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,