কোন চন্দ্র মুখ দেখার আশায় কেবলি বসিয়ে রাখো
নানা কল্পনায় মাখা রহস্য রেখায় তোমার ছবি আঁকো
কেবলি কি প্রতি ক্ষণে ক্ষণে রহস্যে ভ্রান্ত হই!
মনে যত আশা তোমার জন্য রেখেছি কি সবই!
যত আমার অপেক্ষায় থাকা সবই রহস্য জানি
এ ভাবেই হোক চিনদিনের পরিচয়ে জানাজানি,
সবই ফুরায়-দিন সময় ; শুধু ফুরায় না তোমাকে দেখার
চির নতুনে, নতুন খেয়ালে চির চেনা তুমি সেই কবেকার।
জগৎ ভরা এতো মাধুরী এতো প্রফুল্লতা এত আনন্দ ধারা
মিলেছে সবে তোমার চন্দ্র মুখের কারু-কাজে, যেন দৃষ্টিহারা।
অবাক বিশ্ময় বহু কিছু থাকে জগতে যত রহস্যে ঘেরা
সকল রহস্যের তুমি আমার সকল রহস্যের সেরা।
পুলকিত হই, আবেগিত হই জাগে নব সব স্পন্দন
শত রহস্যের মাঝে তুমি গড়ে যেও জীবনের শক্ত বন্ধন।।
তারিখঃ অক্টোবর ০৯, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,