রহস্যের ভীড়ে আটকা পড়ে হতভম্ব থাকা
ভীতু মনে নানা কালো রঙের ছবি আঁকা
এ যেনই আমার কাজ-
স্বপ্ন ঘেরা থরে থরে দামী প্রেম পাথরে তাজ মহলের সাজ!
চোখের আড়ালে গেলে রহস্য বাড়ি
অচমকা ভয় আতংক দাঁড়িয়ে যায় সারি সারি।
অচেনা হয়ে যাওয়াটা দেহ দাহ সমান
যে সবচেয়ে প্রিয়, প্রাণের অধিক প্রাণ।
চোখের সামনে থেকো, মনের সামনে থেকো, যেও না আড়ালে
কেন ঢেকে যেতে চাও অজানা রহস্য জালে!
যদি কোন অজানা ঈশারা, কোন অজানা ডাক
ফিরায়ে দিও কৌশলে, যদি কোন প্রতারণার ফাঁক
উন্মুক্ত থেকে- উজ্বল থেকে- আরও স্বচ্ছ থেকে-
বিশ্বাস আর ভালোবাসার ছোঁয়াটুকু যেও রেখে।।
আমার চির চেনা, আমার চিরদিনের চেনা
বহু ত্যাগে, বহু ক্ষয়ে, বহু ঋণে তোমার হৃদয় যে কেনা
বহু শ্রমে, বহু ঘামে, বহু চড়া দামে
চোখের আলোতে থেকো, মনের আলোতে থেকো, সকল করুণ পরিণামে।।
তারিখঃ নভেম্বর ১১, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,