যখন কেবলি তোমাকে দেখি অন্ততঃ একবার-
অসীমের মাঝে অসীম দেখি কেবলি বারবার,
ক্ষুদ্র তোমার একটুকু দেহ মাঝে কি অসীম সীমাহীন !
তারি মাঝে আপনে গড়া কি আলোকিত দিন!
নাই ছায়া, নাই আঁধার, কোন অসত্য আবরণ, অস্বচ্ছতা
জ্যোতিময় তুমি – কেবলি দেখি তোমার বিশাল উদারতা।
এক দেখাতে শান্তি মিলে বড়, শত দহনের মাঝে-
কুৎসিত সব লুটিয়ে পড়ে, আসে শুভ্র শুদ্ধতার সাঝে।
ক্ষণিকের শান্তিটুকু, আমার মাঝে সুখের অসীমতা-
এর-ই মাঝে আমার বেঁচে থাকা, জীবনের সকল ব্যকুলতা।
তাই মাঝে মাঝে, কখনও বা সকল সময়ই দেখা চাই,
এই অনুভবে সকল জীবন কালে তোমাকে যেন খুঁজে পাই।।
তারিখঃ মার্চ ২৮, ২০১৯(শ)
রেটিং করুনঃ ,