পৃথিবীর মাঝে বিলায়েছি আমি যত মূল্যমান
রাখি নাই সে হিসাব যেখানে বাঁধা অন্তর প্রাণ;
যতটুকু অর্জন, সঞ্চয় থরে থরে সাজানো
নিমিষে মিলায়েছে অন্তরে যা বাজানো।
সুখকে পেয়েছি – বিলায়ে সব অর্জন, সঞ্চয়
সত্য সাহসকে পেয়েছি বিদায়ে সকল ভয়।
শান্তিকে পেয়েছি – বিলায়ে যত মূল্যমান
সন্মান পেয়েছি মিলায়ে তোমাতে নিজ প্রাণ।
সৃষ্টির গড়া, কিছু রহস্য যখন হাতে পড়ে ধরা
বুঝেছি তোমাকে কত অনন্ত সম্ভারে তুমি গড়া!
এর চেয়ে বড় অর্জন, আলোকিত আসিল না আর-
মহা-মূল্যবানের সকল উর্ধ্বে তুমি জেনেছি বারবার।।
তারিখঃ এপ্রিল ০৬, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,