ষ্পষ্ট করে দেখাটা সবাই চায় যেটাকে সত্য দেখা মনে হয়, কিন্তু সত্য দেখার আড়ালে যা থাকে তা দেখার পরে মনে হয় মিথ্যা কেন এতো প্রকট কুতসিত দিকটা যার আড়াল বা ঢেকে রাখার সামর্থ আছে ! তাই আমি চাই সবাই আমাকে আবছা ভাবে দেখুক, আমার ভালো সুন্দর দিকটা দেখুক আমিও অন্যকে দেখার বেলায় তেমনটাই চাই। যেন দেখার স্পৃহাটা কখনই না ফুরায়।
এটি সত্য প্রতিটি মানুষের মনে এক বা একাধিক প্রিয় মানুষ লুকিয়ে থাকে। নানান ভাবে মনের কোণে দোল খেলে যায়, কি কারণে মনে এসে ধরা দেয় দোল খেলে যায় তা জানা না বেশ ষ্পষ্ট ভাবে। যাকে শুধু মাত্র ক্ষণিক দেখা অথবা এ জনমে আর দেখা হওয়ারও কথা নয়, তারপরও তাকে দেখার স্পৃহাটা কখনই ফুরায় না। তার একটি সুন্দর দিক, সৌন্দর্য খচিত দিক মনের কোণে ধারণ হয়ে আছে অনেকটাই আলোক বাতি ঘরের মত, খুব বা দীর্ঘ পরিসরে কখনই তার মন্দ দিন চোখে বা মনে ধরা পড়ে নেই।
একজন মানুষের জীবনে এই ধরণের মানুষের সংখ্যা ঠিক কতজন অর্থাত দেখার স্পৃহাটা কখনই না ফুরায় তা হাতে গুণে কখনই বলা যায় না।
হৃদয়কে যারা বিকশিত করে চলেন তাদের কাছে নানান সংখ্যার নানান রূপের মানুষকে দেখার স্পৃহাটা কখনই না ফুরায়। আমার তেমনই বাসনা আমি যেন একজন অথবা বহু জনের কাছে তাদের মনে এমন ভাবে দোল খেয়ে যাই যেন আমাকে দেখার স্পৃহাটা কখনই না ফুরায়।
তারিখ: মার্চ ০৩, ২০১৮
রেটিং করুনঃ ,