আজ অনেক দিন পরে তোমাকে নারী বললাম
কারণ তোমার জানা
হৃদয়ে থাকা প্রিয়তমা তুমি
সকল অনুভূতির শ্রেষ্টত্বের মাপকাঠিতে।
যে আসন বন্টিত হয় নি, কেউ ভাগ বসাতেও আসে নি।
ভাবনার, পথের চলাচল বিপরীত হয়ে
যায় খুব দ্রুত।
যাক পথের যাত্রা বিপরীত দিকে যাক
যাক ভাবনার যাত্রা বিপরীত দিকে যাক !
আমি যে চলেছি সামনের সঠিক পথ ধরে
আমার অনুভূতির শ্রেষ্টত্বের মাপকাঠি
এখনও স্থির।
তবুও আজ অনেক দিন পরে তোমাকে নারী বললাম।
কারণটা তোমারও জানা, আমারও জানা।
তোমাকে জেনে কখনও আর জানি নি নারী কেমন !
তোমাকে মনে হয়েছে পূর্ণ চাঁদের এক টুকরা আলো
প্রিয় ফুলের পাপড়ি ! ঝর্ণা ধারার ছুটে চলা
হঠাৎ পায়রার পেখম মেলা, নীল আকাশের এক খন্ড মেঘ।
একটানা টিনের চালে বৃষ্টির শব্দ, হাতের কাঁচের চুড়ির ছন্দ
দুপুরের শীতল ছায়া, রাতের উজ্বল তারাটি।
সুদূর আকাশে উড়ে চলা ঈগল !
রাতের আঁধারে জঙ্গলে জোনাকদের নক্সা আঁকা।
সৌরভে মাখা, মাধুরী মিশানো অনুভূতি-
শত শত উপমায় যে তুমি তাকে নারী বলি কি করে !
তবুও তোমাকে আজ নারী বলেছি,
তোমাকে নারীর মত মনে হয়েছে তাই-
যদি বা যে প্রাত্রে যাও যদি সেই প্রাত্রের হও !!
তারিখঃ সেপ্টম্বর ১৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,