আজ শ্রাবণের শেষ দিনটিতে
আকাশ মেতেছে বাঁধ ভাংগা বৃষ্টিতে
ঢাকা পড়েছে আকাশ সাদা কালো মেঘে
সেই সাথে মন ভরেছে –
সেই সব পুরানা আবেগে।
মাঠ, ঘাট বৃষ্টি ধারায় মিশে একাকার
কোথাও যেন তাকে
কিম্বা আকাশে তাকিয়েছি বার বার।
বাহিরে যত দূর দেখা যায়
সবই ঘিরেছে তার সীমানায়।
শুধু তার কথা, জমে থাকা কথা,
জমে আছে মেঘের মত
যা হয় নি বলা সেই কথা,
সেই কথা
আছি শুধু অপেক্ষায়
যদি আজ বলা যায়
বৃষ্টি ধারয় মিশে অবিরত।
এমন দিন জীবনে কত এসেছে,
কত গেছে
কত কিছু গেছে ভেসে
শুধু একটি বাসনা থেকে গেছে মনে,
খুব কাছে থেকে
শুধু একবারের দেখা
নির্জনে খুব একা একা।
শ্রাবণ, তোমাকে বলি,
ধরার বুকে আজ তোমার শেষ দিনে
যদি বা হয় সব ভুল,
যদি হই অতি ক্ষদ্র
কিম্বা থাকি চির ঋণে
শুধু একবার
সময় হবে কি তার
শ্রাবণের এই দিনে
নিভৃত কোন খানে
একান্তই দুই জনে
শুধু দুই জনার।।
(তারিখঃ ১৫ আগষ্ট ২০১৪)
রেটিং করুনঃ ,