শ্রাবণের প্রথম দিনে
শুধু মেঘ হয়ে দেখা দিলে,
ক্ষণিক বৃষ্টিতে,
কিছুটা ঝিরি ঝিরি হাওয়াতে
হাত বাড়াতেই বৃষ্টির ফোঁটাতে
হাতে হাত ছোঁয়ালে।
সূর্য্যকে আড়াল করে
আলোকে আঁধার করে এসে
বলে গেলে হেসে হেসে
বলতো আমি কে !!
কি করে বলি তোমায় !!
তুমি তো “সেই শ্রাবণ, স্মৃতি ঘরের মেয়ে ”
প্রতি বছরে এই দিনে
বহু পথ পাড়ি দিয়ে
শ্রাবণ হয়ে কত কাছে এলে !!
মেঘ হয়ে
বৃষ্টির ফোটাতে এসে
শ্রাবণের ধারায় মিশে
তুমি এলে।
এই দিনে –
সারা ক্ষণের দেখা দিয়ে
সারাটা শ্রাবণ জুড়ে থেকো
ঝর ঝর রূপে,
থেকো হৃদয়ের পরে।
হয়তো পরের বছর, আবার
কোন শ্রাবণের দিনে দেখা হবে।
দেখা হবে বৃষ্টির ফোটায়
হয়তো মেঘ হয়ে থৈ থৈ পানিতে
মাঠে, দীঘিতে, নদীতে।
পাখির পালকে, গাছের পাতায়-
অথবা চোখের এক কোণে
ফোঁটা ফোঁটা বিন্দুতে।।
তারিখ: জুলাই ১৬, ২০১৪
রেটিং করুনঃ ,