আজ অনেক জায়গায় আমাদের অনেকের সঠিক পদ চারণা নেই, যেন বহু ঘরে কোন বাসিন্দা নেই তাই রবীন্দ্রনাথে বিখ্যাত গানের কথায় ” কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, ” আসলে গল্প গুজব চলার আড্ডা খানায় কাঁটা লতা বা জংলী গাছ গাছাড়া জন্মেছে, প্রিয় আড্ডা খানায় আর যাওয়া হয় না, কেমন যেন অচেনা অচেনা মনে হয়। তাই ঠাঁই নিতে হয় নিজের কাছে বড় জোড় নিজের পরিবারের কাছে। একা একা হয়ে চলাটা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, নিজের মধ্যে নিজেদের গুটিয়ে নেওয়ার মত, বড় জোড় নিজের একটি পরিচিত গন্ডির মধ্যে নিজেদের চলাচলে সীমা বন্ধ হয়ে আছি- এভাবেই হয় তো জীবনের চলার পথকে বড় প্রয়োজনীয় মনে হচ্ছে।
আবারো সেই রবীন্দ্রনাথে বিখ্যাত গানের কথায় ” ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের, ” প্রিয় বাগানে যখন প্রিয় ফুল গাছগুলিকে অযত্নের কারণে বড় বড় ঘাস ঢেকে নেয় তখন তাকে আর বাগান বলা চলে না, প্রিয় বাগান হয়ে যায় একটি বনবাসেন একটি উৎকুষ্ট জায়গা। নিয়মিত যোগাযোগের অভাবে আমরা অনেকে এখন বনবাসী নিজ প্রিয় বাগানে। প্রিয় বাগানের যারা বাসিন্দা ছিলাম তাদের মধ্যে আজকাল আর দেখা হয় না, কথা হয় না, নেই আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ আচরণও, কেমন যেন একটি পর পর ভাব, এই ভাবে যে পরিবার, বন্ধু মহল টিকে রাখা যায় না আন্তরিকতার ভিত নষ্ট হয়ে যায় তা আমাদের জানা সত্বেও পরিচিত জনকেও এড়িয়ে চলার একটি মানসিকতা, নতুনের নতুনের মধ্যে বন্ধন গড়ে তুলা দূরেই থাকলো।
কবি গুরু তাঁর গানে লিখেছিলনে ” শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়--” আসলে সেই শ্যাওলা এসে এখন আমাদের ঘির ধরেছে দিঘির ধারে ধারে- বন্ধুত্বের ক্ষেত্রে কেমন যেন একটি পিছলিয়ে পড়ার ভয়, প্রায় সকল সময়ই ভর করে থাকে একটি অজানা ভয়-ভীতি ! কি যেন ঘটতে যাচ্ছে, কার না কার পাতা ফাঁদে বন্দী হতে চলেছি !
বর্তমানের এই সব সৃষ্টি হওয়া অজানা ভয়-ভীতিকে অতিক্রম করে যারাই তারুণ্যকে মনে ধারণ করে চলতে পারছে তারাই আজ এগিয়ে চলেছ। শুভ হোক সকল ভয় ভীতি কাটিয়ে আমাদের চলাচল উন্নত শিরে, উন্নত বন্ধনে, বন্ধুত্ব সুলভ আচরণে।
রেটিং করুনঃ ,