প্রথম আলো ব্লগ প্রিয় চিঠি আয়োজন ২০১৩ – ২
তারিখ : জুন ১৪, ২০১৩
———————————————–
শোন গো শোন, আমার কথা শোন, ওগো………।
শরীরটা তুমার ভালা নি !! আমি আবার কাজ চেনচ করছি, গুলশানের এক মেম সাবের বাসায় কাজ নিছি, তুমারে যে নামে ডাকলাম, মানে লিখলাম – শোন গো শোন, আমার কথা শোন, এই ভাবে মেম সাব উনার সাবকে এমন ঢং এ ডাকে আল্লাগো আল্লা !! মাশাললাহ !!
মেম সাবের শরীরটা মোমের মতন, কাজ নাই কাম নাই সারাদিন খালি রূপ চর্চা করে, খালি রূপ চর্চা আর ঘন্টায় ঘন্টায় জামা কাপড় বদলায়। মাগো ! মা !! ঐ সব কথা কইতে আমার শরম করে।
শোন গো শোন, আমার কথা শোন, ওগো………।
মেম সাব আমারে কয় তুমার শরীরটা মোমের মত তুমার কড়া কাজের দুরকার নাই, নরম নরম কাজ করবা তুমি শুধু টেবিল চেয়ার ক্লিন করবা, তুমার হাত নরম, আর কার্পেটের উপর বইসা হিন্দি সিরিয়াল দেখবা, একটু জিরাইয়া ফ্রুট জুস খাইয়া তুমার বাসায় যাইবা।
শোন গো শোন, আমার কথা শোন, আমি বেশ বালা আছি, তুমার খবর কি, চাঁটগা শহুরে তুমার বাসা বাড়ি চুন কামের কাজ কেমন চুলতাসে, কাম কাজ ফালাইয়া তুমি আমার কাছে ছুইটা ছুইটা হাফাইয়া হাফাইয়াা আসতে পারো না !! তোমার শুধু কাছে পাইতে মুন চায়। তুমার মুনে কি গো লাব-টাব আসে না ! আমার জন্য তুমার মন ক্যাচ ম্যাচ করে না !! শোন গো শোন, আমার কথা শোন, কয়দিন ধরইরা তুমার জন্য আমার মুন হুদাই ক্যাচ ম্যাচ ক্যাচ ম্যাচ করে।
তুমি আইলে মেম সাবের আর সাবের লাব- লাব কথা কইতাম। মাগো আমার কি যে শরম করে !!, কও তো তুমি কখুনু দিখছো আমার মাথা তাইক্কা মাথার কাপড় পড়তে !! খুব শুরমের কথা, আমারে মাইরা ফালাইলেও আমি কইতে পারুম না। বুঝলা আমার হ্যানসাম জামাই !
রূপ চর্চা করণের কত যে পদ ! আমি দেহি এক ঘরে শুধু এক বুয়া সারা দিন ধইরা কাঁচা হইলদা বাটে, মুসরের ডাল, মগের ডাল, দেশি আলু, শশা আরও কত যে পদ, ডিম পর্যন্ত বাদ নাই, আরো কত কি পদের মশললা! সব আটেমের আলাদা শিল পাট্টা, চন্দন না চন্দনা কি এক গাছের আস্ত ডাল আছে এইগুলার জন্য একটা সাদা ধপধপা ছোডো শিল পাট্টা। আমি তো এই টারে রান্না ঘর ভাইবাচি, আর বাকি বুয়ারা আমারে ইলসাট করে আমারে কয় আমি ইসমাট বুয়া না, আমার বেতন কমাই দেওয়া উচিত, এই বাড়িতে কাজ কাম করলে নাকি ফাসানবতী, ইসমাট বুয়া লাগে। আজিব দুনিয়া তাই না গো !!
আর একটা রুম আছে, বাকি বুয়ারা আমরে ঢুকতে দেয় নাই, মেলা যনতর আছে, এক এক দিন এক এক জন করে বিটিসিয়ান আসে, হগল সময় দরজা বনদু করে রাকে।
সাব যখন মেম সাবের পাশে বসে আল্লাগো আল্লা !! মাশাললাহ !!
মনে কিছু করলা !! হেই কথা গুলা জামাই বউের মধ্যে বালোবাসা গাঢ় করে, তুমি আসো বুঝাই দিমু নে। এক্কে বারে বুঝাই দিমু নে, পাইনাল বুঝাই দিমু নে।
আমি কই তুমি চলি আসো, এখুন বুঝি মুন..রে কেন বাইন্ধা রাখন যায় না, খালি লাফ মারে আর পিছলায় যায়, একটা মজার কথা কই মেম সাব সারা দিন শুধু মুখে পালিস করে যেমন করে তুমি ওয়ালে অনেক গুলা রঙের প্যলাসটিক, ডেসটেম্পার রঙ কর তেমন করে আমার মনে কয় তুমিও মেম সাবের মুখে তুলি দিয়া পলিশ করে দিতে পারবা তয় তা কিন্তু আমি করতে দিমু না যদি তুমি মেম সাবের বডিতে টাচ খাও !!
আমি তুমার ইসমাট বউ তয় ইসমাট করে পেম পত্র নিখলাম, বানান মনে হয় বুল হয় নাই, বুল টুল হইলে আমারে কইও আমি তুমার পায়ে কদম বুচি করুম নে।
লেকা জুকা বনদু রাকি এখুন মেম সাবের গুছুল কানা থাইকা বাইরনের টাইম হইছে। ফ্রুট জুস টুস খাইয়া এখুন বাসায় যামু। তুমার শরীরটার যতনো নিবা। কেমুন !
ইতি তুমার —
শোন গো শোন, আমার কথা শোন, ওগো………।
রেটিং করুনঃ ,