ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কোনো ছাড় বা আপস না করা ছাড়াই শেষ পর্যন্ত রাশিয়ার আক্রমণ প্রতিহত করবে ইউক্রেন। যুদ্ধ শুরুর ছয় মাসের মাথায় বুধবার ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বক্তৃতায় লড়াই চালিয়ে যাওয়ার এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রাশিয়ার হামলার আশঙ্কার মধ্যেই বুধবার স্বাধীনতা দিবস উদ্যাপন করেন ইউক্রেনের মানুষ। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন সকালে একটি ভিডিও বার্তা দেন জেলেনস্কি। তাতে রাশিয়ার উদ্দেশে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘তোমাদের কেমন সেনাবাহিনী আছে, আমরা তার তোয়াক্কা করি না। আমাদের ভাবনা শুধু নিজেদের ভূমি নিয়ে। আমরা আমাদের মাতৃভূমি রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’
জেলেনেস্কি আরও বলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে সমঝোতার কোনো চেষ্টা করবে না ইউক্রেন। আমাদের কাছে ইউক্রেন মানে পুরো ইউক্রেন। কোনো ছাড় বা আপস ছাড়াই ২৫টি অঞ্চল রক্ষার লড়াই চালিয়ে যাব আমরা।’
স্বাধীনতা দিবস হলেও বুধবার সকাল থেকেই বাসিন্দাদের হামলার ব্যাপারে সতর্ক করতে কিয়েভে সাইরেনের শব্দ শোনা যায়। এ ছাড়া কিয়েভে জনসমাবেশেও নিষেধাজ্ঞা দিয়েছে নগর কর্তৃপক্ষ। এদিকে রাশিয়ার ‘সন্ত্রাসীদের’ হামলার ব্যাপারে সতর্ক অবস্থানে থাকতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি।
সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ১৯৯১ সালের ২৪ আগস্ট স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ইউক্রেন। আজ ছিল স্বাধীনতার ৩১তম বার্ষিকী।
এদিকে ইউক্রেনের স্বাধীনতা দিবসে কিয়েভকে আরও ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার এ ঘোষণা দেওয়া হতে পারে গত মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা জানান। এবারের অস্ত্রের এই চালানে গোলাবারুদ ও আরও মধ্যমেয়াদি প্রতিরক্ষাব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো।
তারিখ: আগষ্ট ২৪, ২০২২
রেটিং করুনঃ ,