শূন্য ছাদে- এ বসন্তে
অনেক বসন্ত কেটেছে
এই বাড়িটিতে, এই ছাদে–
তখনও ঝড়া পাতা ঝরে পড়েছে।
ছাদের পাশে মুকুলে ভরেছিল আমের গাছগুলি
ফুলের ঝুড়ি নিয়ে সজনা গাছ উঠেছিল দুলি
সেই শিউলি গাছ, সেই মেহেদী পাতা
দাঁড়িয়ে থাকা গাছের সাথে নানান কথা বলা,
এই বাড়িটিতে, এই বাড়িটির ছাদে।
শূন্য ছাদে-
আজ বসন্তের এই দিনে
একটি ঝড়া পাতা নাড়া দিল মনে,
একা মনে, যখন কেউ ছিল না এই ছাদে
সাজায়ে সাজায়ে স্মুতির ডালা নূতনের সাজে।
প্রাণ টানা, এই ছাদে কেটেছে দিন রাতি-
বেনী দুলিয়ে পুতুল খেলা তাঁর, কিম্বা চড়ুই ভাতি।
ছাদের কোনায়, ছাদের মাঝে একটি ছবি আঁকা ,
চিত্রকরের বড় শিল্প আজ সব রঙ তুলিতে মাখা।
আছি আমি, স্মৃতি আছে, সেই শিউলী সেই বেলী,
মেহিদী পাতার গাছটি আছে, আছে পত্র মেলি।
স্মুতি বাড়ি–, তুমি – স্মৃতির বাড়ির মেয়ে-
শূন্য ছাদে- এ বসন্তে, আজও স্মুতিরা এসেছে।।
তারিখ: ফ্রেবুুয়ারী ২৩, ২০১৩
রেটিং করুনঃ ,