কয়েক দিন গত হল মাত্র,
তোমার জানা সে দিনটির কথা।
তোমার শুভ জন্মদিন।
বেশ অভিমান জমে ছিল মনে
ঠিক পাথরের মত নয়
তাই তো নরম হল মন,
তোমার জন্য এক গুচ্ছ
সাদা পায়রার পেখমে
পাঠালাম শুভ জন্মদিনের
কয়েক শত কোটি শুভেচ্ছা।
এমন তো হতে পারত
ধর ২৪ শে জুন বা ২৬ জুন
কিম্বা ধর ২৮শে জুন
পৌঁছিয়ে যেত শুভ জন্মদিনের বার্তা,
যেমন করে পৌঁছিয়ে যেত
ঠিক ঘড়ির কাঁটায় কাঁটায়
মিল রেখে অন্ততঃ ধর একটা যুগ তো হবেই।
কি বিচিত্র মানুষের মন
পাল্টায় আকাশে যেমন মেঘ,
কেউ বলে নারীর যেমন মন
ভূমিকম্প কিম্বা অগ্নিগিরির ক্ষণ
প্লাবণের ঢল,
হঠাৎ ময়ূরের পেখম মেলা,
কিম্বা বিষাক্ত সাপের ছোবল।
আমি ফিরেছি আজ সেই অনুভুতিতে
প্রথম বছর যেমন প্রথম দেখাতে !
প্রথম হাতের নরম ছোঁয়াতে
প্রথম কন্ঠ স্বর বেজেছিল যেমন
সারা মনে, সারা মননে।
তোমার শুভ জন্ম দিনের শুভেচ্ছা
পৌঁছিয়ে দিলাম আজ সব ভুলে
প্রথম বছরের প্রথম হাতের নরম ছোঁয়াতে।।
( নোটঃ যারা অনেক সময় অভিমান করে প্রিয় মানুষকে শুভ জন্ম দিনের শুভেচ্ছা পাঠাবেন কি পাঠাবেন না ! এমন সমস্যায় বা দ্বিধা-দ্বন্দ্বে থাকেন তাদের জন্য এ কবিতা। )
তারিখ : জুন ২৬, ২০১৪
রেটিং করুনঃ ,