তোমার হয়ে থেকো তুমি, তোমাকে আমি ছোঁব না
শুধু দেখে যাব দূর থেকে,
সাজিয়ে রেখো তোমার ঢেউ খেলানো চুল
গভীর অরণ্য বনের মত
চোখদুটিতে রেখ শান্ত দীঘির নীরবতা।
কপলে এক খন্ড লাল বৃত্ত টিপ মাখিয়ে রেখ যেখানে নেমে
পড়ে যেন আকাশের পূর্ণ পূর্ণিমা চাঁদ।
ঠোঁটে লাল লিপষ্টিকে সাজিয়ে রেখ
যেন রাঙিয়ে যায় শীতের রাতের
তাপ পোহানোর নরম তাপ।
কাজলে চোখে প্রলেপ দিলে চিত্র শীল্পিরা যেন
এগিয়ে এসে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে যেন
বিশ্ময়কর এক অংকন দেখে।
তোমাকে আমি ছোঁব না,
হাতে মুখে কাঁচা হলুদের বর্ণে আরও নিজেকে আলোকিত করো
শুধু দেখে যাব দূর থেকে
চওড়া পাড়ের নতুন শাড়ীতে, লাল আর সবুজে মাখা।
সাজ দেখে যেন মনে হয়, পৃথিবীও সেজেছে আপন মনে।
তোমাকে আমি ছোঁব না,
কানে ঝুমকা দুল, নাখে নোলক,
ইচ্ছা সুখে নিজেকে সাজিয়ে রেখ।
নানা কারুকাজে শরীরের নানা ভাজে
সেখানে জ্যামিতির সজ্ঞা শূণ্য হয়ে যায়
কোন রেখা, বৃত্ত, কোন সমকোন কোন মালভূমির রেখা
বক্র বা সরল রেখা।
তোমাকে আমি ছোঁব না
শুধু দেখে যাব দূর থেকে,
লুকানো মাধুরী সব, উচ্ছ্বাস প্রফুল্লতা, ঝর্ণা ধারা ছন্দ।
নন্দিত ছন্দে চলা, খেয়ালীপনায় এদিক সেদিন তাকানো তোমার!
হঠাৎ চোখের তীক্ষ্ণ চাহনী
ঠোঁঠে রহস্য রেখা।
বড় জোড় চুয়ান্ন কেজি আর পাঁচ ফুট তিন ইঞ্চি
শরীরের কারুকাজ, গড়ন-
নন্দিত ছন্দে চলা, খেয়ালীপনা
বিশ্মিত হয়ে প্রার্থনা করেছি শুধু দেখে যাব দূর থেকে।
নিশ্চিত জেন, নিরাপত্তায় জেন
শুধু দেখে যাব দূর থেকে –
তোমাকে আমি ছোঁব না কোনদিন।।
তারিখঃ ডিসেম্বর ১৩, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,