শামুকের ভীতর যেমন মুক্তা জন্মায়
সুক্ষ্য বিষে মিশে আমারও মনে
তেমন মুক্তা বাসনা জন্মায়
তোমাকে দেখার অনন্তকাল।
কত কাল আর চোখের জ্যোতি হবে না ম্লান!
যতি বলে দিতে পারতে
ধর, কোন যাদু ক্ষমতায়।
নিজেকে তবে থামিয়ে দিতে পারতাম
তোমার দেখার বহু বাসনাটিকে ধূলা বালিতে অবহেলায়
ঢেকে দিয়ে নিজেকে মুক্ত করে দিতে পারতাম।
মনে বিষ জন্মে মুক্তা যখন থাকে শামুকের পেটে
মুক্তা জন্মানোতে শামুকের সার্থকতা !
আমার কিসে সার্থকতা!
যদি অনন্ত কাল দেখে যেতে না পারি –
আমার এই শুদ্ধ চাওয়ার চোখে।
তারিখ: মে ২৮, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,