চেনা জানালা শুধু পর্দাতে ঢাকা নয়
কঠিন করে বন্দ থাকে এখন
হায় আমি ভাবি ভাবি
কঠিন শীতের সাথে আমার আবেগ খানি
ঘরের বাইরে আটকিয়ে কি লাভ হয় তাতে !
ইদানিং ছল করে জানালায় দাড়িয়ে থাকা যেমন হয় না,
তেমন আমার থাকা হয় অপেক্ষায় করে আসবে সেই তাপদাহ
গরম বাতাসের ঝলকা।
তবেই তো তোমার আসা হতো জানলা ধারে
লুকোচুরি খেলাতে।।
মনে আছে তোমার এক গ্রীষ্মের বিকালে
খোলা মাঠে মুক্ত মনে তোমার মুখে ছিল কত পণ, কত কথা দেওয়ার জামানত।
আজ রাতে একটু হিমেল বাতাসে আর খুললো না তোমার ঘরের জানালা
জানালার আড়ালে খেলা করা পর্দার সাথে তুমিও দাড়ালে না।।
ধরো আজ আমি যদি আসি উষ্ণ বাতাসে তোমার জানালার পাশে !!
পর্দায় কি উড়বে ঢৈ এর খেলা ! জানালা কি যাবে খুলে !
তারিখ: জানুয়ারী ১০, ২০১৮
রেটিং করুনঃ ,