বাংলায় একটি প্রচলিত কথা ঠেলা যায় হাতিকে, কিন্তু শীত এবার এমন কঠিন গাথঁনিতে বসে পড়েছে যে তীব্র শীতকে এবার থাকে ঠেলা প্রায় দুঃষ্কর, দূরের সূর্যও সরে গিয়েছে বেশ দূরে সরে, তাই এই সুযোগে কুয়াশা, শীতের চাদর ঢেকে ফেলেছে প্রিয় বাংলাকে।
গরম কাপড়ে, আগুণ জ্বালিয়ে, ঘরটা গরম করে সেই শীতকে কি আর ঠেলে ঠেলে কি সরিয়ে দেওয়া যায় !! দিনের আকাশকে ফাঁক করে যদি রৌদ্রকে আনা যেত কতই মিষ্টি রোদ জুড়িয়ে দিত হীম হয়ে যাওয়া শরীরটিকে !
আ.. হা… সেই যে আমার মিষ্টি রোদ কত দূরে যে তুমি ! শীতের আকাশটা ধাক্কা দিয়ে কুয়াশাটাকে সরিয়ে মিষ্টি রোদ জুড়িয়ে দিত আমার হীম হয়ে যাওয়া শরীরটিকে!
মিষ্টি রোদের হালকা তাপে সেই সাথে প্রিয় মানুষের উষ্ণ তাপে সময় কেটে যেতে নিবিড় গতিতে, যাকে ফুরিয়ে দিতে নেই, হারিয়ে দিতে নেই।
জানুয়ারি ১০, ২০১৮ (এফ)
রেটিং করুনঃ ,