বড় একটা আকাঙক্ষা ছিল
তোমার মনের অনেক গভীরে ভ্রমণে যাবো
যে কথা লুকানো
তোমার কষ্টের বাগানে আছে ঘেরা
আমি ওটা বলি কারাগার
যেখানে কষ্টগুলিকে আটক করে রাখা।
জেলেরা যেমন করে জাল নামায় নদীতে
কারাগারে থাকে নিরাপরাধ মানুষ শাসকের সুখে-
তোমার কষ্টগুলিও হয় তো নিরাপরাধ
আটক করে রেখেছো
একজনকে সুখে রাখতে চেয়ে তাকে কষ্টের কষ্ট দিতে!
একবার ভাবো, তারও তো অতীত স্মৃতি আছে
একটা বিবেক আছে, জানালায় দাঁড়ানোর সময়ও আছে তার
আছে মধ্য রাতে ঘুম ভাঙ্গার মত দীর্ঘ-শ্বাসও।
মনের মধ্যে তোমার যে কষ্টের কারাগার
যে কষ্টরা আটক
ওদের মুক্ত করে দাও
যাক ওরা ওদের ঠিকানায়।
তোমার মনের অনেক গভীরে ভ্রমণে যাবো
বড় একটা আকাঙক্ষা ছিল
দেখব তোমার মনের গভীর অরণ্যে
বুকের উপর দিয়ে নরম নদীর আঁকা বাঁকা রেখায় চলাচল
অরণ্য পাখিদের বাসায় সুখ খেলার আকাশ
ছোট্ট বিলে, শাপলা ফুলে সাপের আলিঙ্গণ
শক্ত করে পেঁচিয়ে থেকে হঠাৎ সুখের ঘাম।
সাজ পরীদের দল বেঁধে বাগানে উচ্ছ্বাস
দল বেঁধে তোমার স্বপ্নরা মনের মধ্যে খেলা করে যদি
তোমাকে সুখে, শান্ত শ্বাসে ঘুমিয়ে দিত!
যে প্রিয় ঘুম তোমার আসে না অনেক দিন।
তোমার মনের অনেক গভীরে ভ্রমণে যাওয়াটা
সত্য হতো, গর্বিত হতো!
সুখের পুকুরে ডুবে আছো বেশ !- এইটুকু ভেবে।।
তারিখঃ নভেম্বর ১৫, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,